12:09 PM, 12 March, 2025

লক্ষ্মীপুরে ১০ ঘন্টার ব্যবধানে মা-ছেলের মৃত্যু

lakshmipur_3

লক্ষ্মীপুর প্রতিনিধি :

লক্ষ্মীপুরের রামগঞ্জে মাত্র ১০ ঘন্টার ব্যবধানে মা হনুফা খাতুন (৯০) ও তারই বড় ছেলে শহিদ উল্যা (৬০) মারা গেছেন। মা-ছেলের মৃত্যুর ঘটনায় পরিবার ও এলাকায় শোকের মাতম বইছে। ঘটনা দুটি ঘটেছে রামগঞ্জ পৌর শহরের সোনাপুর এলাকার আটিয়া বাড়িতে। মৃত হনুফা খাতুন ও শহিদ উল্যা সোনাপুর এলাকার মৃত বাদশা মিয়ার স্ত্রী ও সন্তান।

এলাকাবাসী জানান, শনিবার রাত ১০টায় তাদের বসতঘরে দীর্ঘদিন বার্ধক্যজনিত অসুস্থ হনুফা খাতুন মারা যান। রাতে নিজ বসতঘর থেকে মৃত মাকে দেখতে গিয়ে হৃদ রোগে আক্রান্ত হন তারই বড় ছেলে শহিদ উল্যা। পরে অসুস্থ অবস্থায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে যাওয়ার পথে ১ ডিসেম্বর, রবিবার সকালে তিনি মারা যান।

সোনাপুরের ওয়ার্ড কাউন্সিলর সাখাওয়াত হোসেন রাজু জানান, মাত্র ১০ ঘন্টার ব্যবধানে হনুফা খাতুন নামের এক বৃদ্ধা ও তার ছেলের মৃত্যুর ঘটনায় পরিবারের সাথে আমরাও শোকাহত।