গাইবান্ধায় বিশ্ব বসতী দিবস পালিত


গাইবান্ধা জেলা প্রতিনিধি
বিশ্ব বসতী দিবস উদযাপন উপলক্ষে আজ ৭ অক্টোবর সোমবার জেলা প্রশাসন ও গণপূর্ত বিভাগের উদ্যোগে গাইবান্ধায় আলোচনা সভা ও বর্ণাঢ্য র্যালী অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে বর্জ্যকে সম্পদে পরিনত করতে অত্যাধুনিক প্রযুক্তির ব্যবহার শীর্ষক এক আলোচনা সভা জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। গনপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মো: মোশের্দ হোসেন এর সভাপতিত্বে র্যালী ও আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আলমগীর কবির, অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো: হাসান আলী, জেলা তথ্য অফিসার মো: হায়দার আলী, সাংবাদিক সরকার মো. শহিদুজ্জামান, আবেদুর রহমান স্বপন, আহসান কবির রিজু প্রমুখ। এর আগে একটি বর্ণাঢ্য র্যালী জেলা প্রশাসকের চত্বর থেকে র্যালীটি ডিবি রোড হয়ে ডিসি অফিস এসে শেষ হয়।