প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ২১, ২০২৫, ৩:৩৩ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ৭, ২০১৯, ৩:৩৭ পি.এম
বেতাগীতে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শনে বরগুনা জেলা প্রশাসক

বরগুনা সংবাদদাতাঃ
বরগুনার বেতাগীতে সনাতনধর্মের প্রধান উৎসব শ্রী শ্রী দূর্গাপুজার বিভিন্ন মন্ডপ পরিদর্শন করেছেন বরগুনা জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ।
রবিবার (০৬ অক্টোবর) উপজেলার বিভিন্ন মন্ডপ পরিদর্শন করে রাতে বেতাগী কেন্দ্রীয় দূর্গাপুজা মন্দির ও জেলেপাড়া দূর্গা মন্দির মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন।
এসময় উপস্থিত ছিলেন, মিসেস জেলা প্রশাসক নাসরিন সুলতানা, জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাকির হোসেন, নিজামউদ্দিন, বেতাগী উপজেলা পরিষদ চেয়ারম্যান মো মাকসুদুর রহমান ফোরকান, পৌর মেয়র এবিএম গোলাম কবির, উপজেলা নির্বাহি অফিসার রাজিব আহসান, ইউনো ভাবি শামসাদ, বেতাগী থানা অফিসার ইনচার্জ মো কামরুজ্জামান মিয়া, সদর ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম, প্রেসক্লাব সভাপতি মো মিজানুর রহমান মজনু, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বাবু পরেশ চন্দ্র কর্মকার, যুগ্ম সাধারণ সম্পাদক অভিজিত কুমার সুমন গুহ, কেন্দ্রীয় দূর্গামন্দির উদযাপন কমিটির সভাপতি শ্রী কৃষ্ণ কর্মকার, জেলেপাড়া পুজা উদযাপন কমিটির সভাপতি রমেশ চন্দ্র দেবনাথ প্রমুখ।
সম্পাদক: শামীম আহমেদ, নির্বাহী সম্পাদক: এস এম মিজানুর রহমান মামুন, প্রকাশক: রাজন আকন্দ
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | দেশেরবার্তা টুয়েন্টিফোর ডটকম