রাজধানীর চকবাজারে অবস্থিত বুয়েটের শেরে বাংলা হলে আবরার হোসেন ফাহাদ (২১) নামে এক ছাত্রকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। গতকাল ৬ অক্টোবর, রবিবার রাত তিনটার দিকে এ ঘটনা ঘটে। সাধারণ ছাত্র ও হল কর্তৃপক্ষ আজ সকাল সাড়ে ৬টার দিকে তার মরদেহ ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে আসে।
নিহত আবরার হোসেন ফাহাদ ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র। তার গ্রামের বাড়ি কুষ্টিয়ায়। বাংলাদেশ ও কাশ্মীরে ভারতের নানা আধিপত্যবাদী কর্মকাণ্ডের বিরুদ্ধে ফেসবুকে সরব ছিলেন আবরার।
তার সহপাঠীরা অভিযোগ করেন, রাত আটটার দিকে শেরে বাংলা হলের ১০১১ নম্বর কক্ষের কয়েকজন আবরারকে ডেকে নিয়ে যায়। এরপর রাত দুইটা পর্যন্ত নিখোঁজ ছিলেন তিনি। পরে ২০১১ নম্বর রুমে নিয়ে তাকে মারধর করা হয় বলে সহপাঠীদের ধারণা।
বুয়েটের চিকিৎসক মাসুক এলাহী বলেন, ‘অন্য ছাত্রদের মাধ্যমে খবর পেয়ে শেরে বাংলা হলের প্রথমতলা ও দ্বিতীয়তলার মাঝামাঝি জায়গায় ফাহাদের নিথর দেহ পড়ে থাকতে দেখি।’
তার শরীরে অনেকগুলো আঘাতের চিহ্ন দেখা গেছে বলেও জানান এ চিকিৎসক। এসময় তিনি নিজে পরীক্ষা করে দেখেন, আবরার মারা গেছেন। পরে বুয়েট কর্তৃপক্ষ ও পুলিশকে জানানো হয়।
চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহরাব হোসেন এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘বিস্তারিত জানার চেষ্টা চলছে।’
সম্পাদক: শামীম আহমেদ, নির্বাহী সম্পাদক: এস এম মিজানুর রহমান মামুন, প্রকাশক: রাজন আকন্দ
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | দেশেরবার্তা টুয়েন্টিফোর ডটকম