নবাবগঞ্জ (দিনাজপুর) থেকে এম এ সাজেদুল ইসলাম(সাগর):
দিনাজপুরের নবাবগঞ্জে পালিত হয়েছে জাতীয় জন্ম নিবন্ধন দিবস। ৬ অক্টোবর রবিবার নবাবগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে এক বর্ণাঢ্য র্যালী উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা চত্বরে এসে শেষ হয়ে উপজেলা নির্বাহী অফিসার মোঃ মশিউর রহমানের সভাপতিত্বে উপজেলা হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত আলোচনা সভায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি)মোঃ আল-মামুন,উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও ৯নং কুশদহ ইউপি চেয়ারম্যান মোঃ সায়েম সবুজ,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ তোফাজ্জল হোসেন,প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ রেজাউল করিম, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মোঃ আমির হোসেন, ৫নং পুঁটিমারা ইউপি চেয়ারম্যান মোঃ গোলাম সারোয়ার, নবাবগঞ্জ দলিল লেখক সমিতির সাধারণ সম্পাদক মোঃ জিলুর রহমান প্রমূখ উপস্থিত ছিলেন।
সম্পাদক: শামীম আহমেদ, নির্বাহী সম্পাদক: এস এম মিজানুর রহমান মামুন, প্রকাশক: রাজন আকন্দ
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | দেশেরবার্তা টুয়েন্টিফোর ডটকম