12:31 PM, 20 April, 2024

বাংলাদেশিদের পেঁয়াজপ্রীতি নিয়ে তসলিমার বিদ্রূপ

হঠাৎ করে দেশে কয়েকগুণ বেড়েছে পেঁয়াজের দাম। এ নিয়ে চতুর্দিকেই চলছে আলোচনা-সমালোচনা। বাংলাদেশের মানুষদের পেঁয়াজপ্রীতি নিয়ে বিদ্রূপ করলেন নির্বাসিত বিতর্কিত লেখিকা তসলিমা নাসরিন।

বর্তমানে ভারতে বসবাস করা এ লেখিকা তার ফেসবুক প্রোফাইল থেকে বাংলাদেশিদের পেঁয়াজপ্রীতিকে কটাক্ষ করে লেখেন :

‘বাংলাদেশে সব রান্নায় পিঁয়াজ দেয়। ইলিশ রান্ধুক, পাব্দা রান্ধুক, ঢেঁড়শ, মুগ ডাল কিছুই বাদ নাই। পিঁয়াজ। পিঁয়াজ কেন দিতে হইবই না বুইঝাই পিঁয়াজ। কড়াইয়ে তেলডা গরম হউয়ার সাথে সাথেই পিঁয়াজ। ধনী দরিদ্র নারী পুরুষ হিন্দু মুসলিম নির্বিশেষে পিঁয়াজ। একজন ত বাংলাদেশ ঘুইরা আইসা আমারে কয়, বাংলাদেশে ত মাইনষেরা পিঁয়াজ রান্ধে।

পিয়াজ রান্ধে মানে?

হওরা পিঁয়াজ রান্ধে। পিঁয়াজ কখনো মাছ দিয়া রান্ধে, কখনো মাংস দিয়া রান্ধে, কখনো ডাইল দিয়া রান্ধে, কখনো তরিতরকারি দিয়া রান্ধে।’