কেন্দ্রীয় মুক্তিযোদ্ধা লীগের সাথে নবাবগঞ্জে মুক্তিযোদ্ধাদের মতবিনিময়


নবাবগঞ্জ (দিনাজপুর) থেকে এম. এ সাজেদুল ইসলাম(সাগর)
দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার বীরমুক্তিযোদ্ধাদের সাথে মতবিনিময় করেছেন বাংলাদেশ মুক্তিযোদ্ধালীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি আবুল হোসেন (মানিক) ও সা: সম্পাদক ফজলুল হক (আকন্দ)। উপজেলা মুক্তিযোদ্ধা লীগের সভাপতি তোয়াজ্জল হোসেনের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সভাপতি মোঃ আবুল হোসেন (মানিক)। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সা:সম্পাৎদক মোঃ ফজলুল হক (আকন্দ)। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আ’লীগের সহ:সভাপতি মোঃ সামছুল হক, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মোঃ দবিরুল ইসলাম, উপজেলা আ’লীগের ধর্ম বিষয়ক সম্পাদক বীরমুক্তিযোদ্ধা এখলাছুর রহমান প্রমুখ। প্রধান অতিথির বক্তব্যে সভাপতি বলেছেন, মুক্তিযোদ্ধারা দেশ স্বাধীন করেছেন। মুক্তিযোদ্ধা লীগের মাধ্যমে রাজনৈতিক ক্ষমতায়নে প্রধানমন্ত্রীর নির্দেশে আমরা সারাদেশে কমিটি গঠন করছি। এ সংগঠনের মাধ্যমে বীরমুক্তিযোদ্ধাদের রাজনৈতিক ক্ষমতায়নে সফল ভ‚মিকা পালন করবে। আসুন সকল বীরমুক্তিযোদ্ধাগণ দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার্থে মুক্তিযোদ্ধা লীগে অংশগ্রহণ করি।