4:36 PM, 12 March, 2025

গাইবান্ধায় আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত

DSC_9410 N

গাইবান্ধা জেলা প্রতিনিধি:
আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আজ ২৯ সেপ্টেম্বর রোববার গাইবান্ধায় র‌্যালী ও আলোচনা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসনের আয়োজনে বেসরকারি সংগঠন সচেতন নাগরিক কমিটি-সনাক ও বৃটিশ কাউন্সিলের সহযোগিতায় দিবসটি পালিত হয়। এ উপলক্ষে জেলা প্রশাসক কার্যালয় চত্ত¡র থেকে র‌্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে কালেক্টরেট সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ আলমগীর কবির এর সভাপতিত্বে ও এনডিসি মোঃ শহিদুল ইসলামের স ালনায় আলোচনা সভায় প্রধান অতিথি ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মোছাঃ রোখছানা বেগম। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আনোয়ার হোসেন, সিভিল সার্জন অফিসের কর্মকর্তা ডা. নাজমুল হুদা, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা উত্তম কুমার রায়, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ হোসেন আলী, জেলা তথ্য কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোঃ হায়দার আলী, সনাক সভাপতি অধ্যাপক জহুরুল কাইয়ুম, সাংবাদিক সরকার মো. শহিদুজ্জামান, সম্পা রানি দেব প্রমুখ।