ট্যানারিতে চামড়া বিক্রি না করার ঘোষণা

নিজস্ব সংবাদদাতাঃ ট্যানারি মালিকদের কাছ থেকে বকেয়া পরিশোধের আশ্বাস না পাওয়া পর্যন্ত কাঁচা চামড়া বিক্রি না করার ঘোষণা দিয়েছেন আড়তদাররা। আগামীকাল বিকেল বাণিজ্য মন্ত্রণালয়ের সাথে বৈঠকের পর নতুন করে সিদ্ধান্ত নিবেন বলে জানিয়েছেন তারা।
কাঁচা চামড়াগুলো লবণ দিয়ে একটি প্রক্রিয়ার মধ্যে রেখে দিয়েছে আড়তদারেরা।
শনিবার বৈঠক করে কাঁচা চামড়ার ব্যবসায়ীদের সংগঠন বাংলাদেশ হাইড অ্যান্ড স্কিন মার্চেন্ট অ্যাসোসিয়েশনের নেতারা বলেছেন, ট্যানারি মালিকদের কাছে বকেয়া ‘শত শত কোটি টাকা’র সুরাহা না হওয়া পর্যন্ত তারা চামড়া বিক্রি করবেন না।
নেতারা জানান, আজকে আমাদের মিটিং হয়েছে। সেখানে আমাদের সিদ্ধান্ত হয়েছে আগামীকাল বাণিজ্য মন্ত্রণালয়ের সাথে মিটিং। মন্ত্রণালয়ের মিটিংয়ে যে সিদ্ধান্ত হবে সেগুলো আমাদের মার্কেটে বাস্তবায়ন হবে। আজকে পর্যন্ত চামড়া বিক্রি স্থগিত আছে। লোডিং আন-লোডিং কোনোটাই হবে না। বাণিজ্য মন্ত্রণালয়ের সিদ্ধান্তের পরে আমাদের এখানে সিদ্ধান্ত হবে।
আড়তদাররা জানান, ২০১২ সাল থেকে সারা দেশে চারশ কোটি টাকা ওপরে বকেয়া রয়েছে। শুধু মাত্র ঢাকাতেই ১০০ কোটি টাকার ওপরে বকেয়া রয়েছে। সেই বকেয়া আদায় না হওয়া পর্যন্ত তারা চামড়া বিক্রিতে যাবেন না।
