প্রতি উপজেলায় হবে এরশাদের ‘চল্লিশা’

নিজস্ব সংবাদদাতাঃ আগামী ২৩ আগস্ট সারাদেশে থানা পর্যায়ে জাপার প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মরহুম হুসেইন মুহম্মদ এরশাদের ‘চল্লিশা’ পালন করা হবে। জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের এ তথ্য জানিয়েছেন।
শুক্রবার (১৬ আগস্ট) দুপুরে জাতীয় পার্টির বনানী কার্যালয়ে এক মতবিনিময় সভায় তিনি এ কথা জানান।
এসময় জি এম কাদের বলেন, ‘২৩ আগস্ট দেশব্যাপী চল্লিশা পালন করা হবে। আর, প্রতিবছর ১৪ জুলাই তার মৃত্যুবার্ষিকী পালন করবো। যেহেতু, চল্লিশার অনুষ্ঠান এসে গেছে, এটি আয়োজন করতে দলের নেতাকর্মীদের নির্দেশনা দেওয়া হয়েছে। উপজেলা-জেলা পর্যায়ে নিজ নিজ উদ্যোগে দোয়া মাহফিল ও ভোজের আয়োজন করা হবে।’
তিনি বলেন, ‘ঢাকা ও রংপুরে কেন্দ্রীয়ভাবে আয়োজন করব। এ বিষয়ে আমরা কেন্দ্রীয়ভাবে সহযোগিতা করবো। শনিবার, ১৭ আগস্ট প্রেসিডিয়াম সদস্যদের বৈঠকে এটি নিয়ে আলোচনা হবে। যেহেতু আওয়ামী লীগ ও বিএনপি এ ধরনের অনুষ্ঠান আয়োজন করে, তাই আমাদেরও করা উচিত। ২৩ আগস্ট আসতে এখনো কিছুদিন বাকি আছে। দলের সবার সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেয়া যাবে।’
দলের প্রেসিডিয়াম সদস্য ও ঢাকা মহানগর উত্তরের সভাপতি ফয়সাল চিশতির সভাপতিত্বে সভায় আরো উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি মো. রুবেল, প্রেসিডিয়াম সদস্য সুনীল শুভ রায় প্রমুখ।
