
বনানী অগ্নিকাণ্ডের ঘটনায় উদ্ধারকাজে আহত এবং পরবর্তীতে চিকিৎসাধীন অবস্থায় সিঙ্গাপুরে নিহত ফায়ারম্যান সোহেল রানার মরদেহ ঢাকায় এসে পৌঁছেছে।
সোমবার (০৮ এপ্রিল) রাত পৌনে এগারোটার দিকে সোহেল রানার মরদেহ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়।
বিমানবন্দরে বাহিনীর পক্ষে ফায়ারম্যান সোহেলের মরদেহ গ্রহণ করেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. সাজ্জাদ হোসাইন।
রাতে সোহেলের মরদেহ ঢাকা সেনানিবাসে সম্মিলিত সামরিক হাসপাতালের হিমঘরে রাখা হবে বলে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জানানো হয়।
মঙ্গলবার (৯ এপ্রিল) সকালে বাহিনীর সদর দফতরে সোহেলের প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।
সেখান থেকে সোহেলের মরদেহ তার পৈত্রিক নিবাস কিশোরগঞ্জের ইটনায় নেওয়া হবে।
২৮ মার্চ বনানীতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলে উদ্ধারকাজে ফায়ার সার্ভিসের হয়ে যোগ দেন সোহেল রানা। উদ্ধারকাজের সময় গুরুতর আহত হন তিনি। পরে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হয় তাকে। রোববার (৭ এপ্রিল) বাংলাদেশ সময় রাত দুইটার কিছু পরে চিকিৎসাধীন অবস্থান মৃত্যুবরণ করেন এ ‘ফায়ার হিরো’।
তার মৃতেুতে গভীর সমবেদনা জানিয়েছেন মহামান্য রাষ্ট্রপতি আঃ হামিদ।
ছবি ও তথ্যঃ বাংলানিউজ
সম্পাদক: শামীম আহমেদ, নির্বাহী সম্পাদক: এস এম মিজানুর রহমান মামুন, প্রকাশক: রাজন আকন্দ
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | দেশেরবার্তা টুয়েন্টিফোর ডটকম