4:08 PM, 13 November, 2025

ক্ষমা চাইলেন মেয়র আতিকুল

atikul-islam_1

নিজস্ব সংবাদদাতাঃ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃত্যুর ঘটনায় ক্ষমা চেয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম। বুধবার রাজধানীর গুলশানে ডিএনসিসি নগর ভবনে মশক নিধন এবং কীটনাশক ছিটানো কার্যক্রমের অগ্রগতি সম্পর্কে জানাতে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ ক্ষমা প্রার্থনা করেন।

এসময় আতিকুল ইসলাম বলেন, ‘যার স্বজন মারা গেছে সে বুঝে এর কষ্ট কী? এটা খুবই দুঃখজনক ব্যাপার। আমি ব্যক্তিগতভাবে তাদের পরিবারের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি।’

অনুষ্ঠানে ডিএনসিসির বিভিন্ন কার্যক্রম এবং পদক্ষেপ তুলে ধরেন করপোরেশনের জনসংযোগ কর্মকর্তা এ এস এম মামুন।

এসময় ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা আব্দুল হাই, স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল মোমিনুর রহমান মামুন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কীটতত্ত্ব বিভাগের অধ্যাপক কবিরুল বাশার প্রমুখ উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, ঢাকাসহ সারাদেশে ডেঙ্গু মহামারী আকার ধারণ করেছে। মশার বাহক এডিস নিধনে কার্যকর পদক্ষেপ না নিতে পারায় স্বাস্থ্যমন্ত্রী ও ঢাকার দুই মেয়রের সমালোচনা হচ্ছে।