ফেনীর সেই ছাত্রীকে সিঙ্গাপুর পাঠানোর নির্দেশ

নিউজ ডেস্কঃ ফেনীর মাদরাসা শিক্ষার্থী নুসরাত জাহান রাফিকে উন্নত চিকিৎসা জন্য সিঙ্গাপুর নেয়ার নির্দেশ দিয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার বিকেলে ঢামেক বার্ন ইউনিটে নুসরাতকে দেখতে গিয়ে প্রধানমন্ত্রীর সহকারী সচিব ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া এ কথা বলেন।
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশে নুসরাতের চিকিৎসা বিষয়ে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে সাথে যোগাযোগ করা হচ্ছে।
গত শনিবার (৬ এপ্রিল) সকালে ফেনীর সোনাগাজী ইসলামিয়া সিনিয়র ফাজিল মাদরাসা পরীক্ষার কেন্দ্রে গায়ে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেয়া হয়। তিনি সেখানে আলিম পরীক্ষা দিতে গিয়েছিলেন।
এর আগে গত ২৭ মার্চ ওই ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে অধ্যক্ষ মাওলানা সিরাজ উদ্দৌলাকে আটক করে পুলিশ। এ ঘটনার পর থেকে শিক্ষার্থীদের একটি অংশ অধ্যক্ষের মুক্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করে। আরেকটি অংশ তার শাস্তির দাবিতে মানববন্ধন করে। এ ঘটনায় ওই ছাত্রীর মা শিরিন আক্তার বাদী হয়ে সোনাগাজী মডেল থানায় মামলা দায়ের করেন।
