4:08 PM, 13 November, 2025

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত ১ হাজার ৩৩৫ জন

untitled-1_5066

নিজস্ব সংবাদদাতাঃ রাজধানী থেকে ডেঙ্গুর প্রকোপ ছড়িয়ে পড়েছে পুরো দেশে। বিগত ২৪ ঘন্টায় দেশের ৬১টি জেলায় ১ হাজার ৩৩৫ জন ডেঙ্গুতে আক্রান্ত নতুন রোগীকে শনাক্ত হয়েছে। এর মধ্যে ঢাকায় ৯৭৪ জন আক্রান্ত হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন্স সেন্টার ও কন্ট্রোল রুমের সর্বশেষ প্রকাশিত তথ্য এমন চিত্র উঠে আসে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুসারে, গতকাল সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৩৩৫। এর মধ্যে ঢাকায় আক্রান্ত হয়েছে ৯৭৪ জন। বাকি ৬০ জেলায় আক্রান্ত হয়েছে আরো ৩৬১ জন। সব মিলিয়ে বর্তমানে ৪ হাজার ৪০৮ জন ডেঙ্গু রোগী দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

এ বিষয়ে সংশ্লিষ্টরা বলছেন, ঢাকার এডিস ইজিপ্টি মশাই প্রধানত ডেঙ্গুর বাহক। তবে ঢাকার বাইরে থাকা এডিস এলবোপিকটাস মশাও ডেঙ্গু রোগের বাহক হতে পারে। কোনো এডিস এলবোপিকটাস মশা যদি ঢাকা থেকে যাওয়া কোনো ডেঙ্গু রোগীকে কামড়ায়। তাহলে ওই এলাকাতেও ডেঙ্গুর প্রকোপ ছড়িয়ে পড়তে পারে।

এ পরিস্থিতিতে ঈদের ছুটিতে ডেঙ্গু ছড়িয়ে পড়া রোধ করতে নগরবাসী এবং ডেঙ্গু রোগীদের ঢাকার বাইরে না যাওয়ার পরামর্শ দিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ।

অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ বলেন, ‘বিষয়টি নিয়ে আমরাও উদ্বিগ্ন। দেশের স্বাস্থ্য ব্যবস্থা এখনো নগরকেন্দ্রিক হওয়ায় গ্রামে এখনো বিশেষায়িত চিকিৎসাসেবার সুবিধা তেমনভাবে পৌঁছেনি। এ অবস্থায় ঈদের ছুটিতে গ্রামে গিয়ে কেউ অসুস্থ হলে সে সঠিক চিকিৎসা নাও পেতে পারে। শুধু তাই নয়, ডেঙ্গুতে আক্রান্ত ওই ব্যক্তির কারণে তার পরিবারের অন্য সদস্যরাও এ রোগে আক্রান্ত হতে পারেন।’

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে, ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গতকাল সকাল পর্যন্ত যারা নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছে ২২১ জন। বর্তমানে এখানে চিকিৎসাধীন ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা ৬৭৯। এরপর মিটফোর্ড হাসপাতালে নতুন ভর্তি হয়েছে ১০৫ জন। এখানে চিকিৎসাধীন রয়েছে ২৯৯ জন। ঢাকা শিশু হাসপাতালে নতুন ভর্তি ৪৮ ও চিকিৎসাধীন ১২১ জন, শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে নতুন ভর্তি ৬১ ও চিকিৎসাধীন রোগী রয়েছেন ২৬৬ জন।

এছাড়াও হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট হাসপাতালে নতুন ভর্তি ৪২ ও চিকিৎসাধীন ২১৬, বারডেম হাসপাতালে নতুন ভর্তি ১৭ ও চিকিৎসাধীন ৫২, বিএসএমএমইউতে নতুন ভর্তি ২৬ ও চিকিৎসাধীন ৯৬, পুলিশ হাসপাতালে নতুন ভর্তি ৩৩ ও চিকিৎসাধীন ১৩২, মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে নতুন ভর্তি ৬৩ ও চিকিৎসাধীন ২৫৩, বিজিবি হাসপাতালে নতুন ভর্তি দুজন ও চিকিৎসাধীন ৩০ এবং কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নতুন ভর্তি ৯০ ও চিকিৎসাধীন রয়েছে ২৪৭ জন।

রাজধানীর বাইরে ঢাকা বিভাগের জেলাগুলোতেই ডেঙ্গুর প্রকোপ সবচেয়ে বেশি। এসব জেলার হাসপাতালগুলোয় ডেঙ্গু নিয়ে ভর্তি হওয়া নতুন রোগীর সংখ্যা ১০৪। নতুন ও পুরাতন মিলে এসব জেলায় মোট চিকিৎসাধীনের ডেঙ্গু রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৯১ জনে।

এর বাহিরে অন্য বিভাগ গুলোর মধ্যে খুলনায় নতুন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে ৫৬ জন। এছাড়া রাজশাহীতে ৫৬, চট্টগ্রামে ৫৫, সিলেটে ৫৫, রংপুরে ২০ জন আক্রান্ত হয়েছে। আর ময়মনসিংহ বিভাগে ৯ জন ও বরিশাল বিভাগে ছয়জন নতুন করে ডেঙ্গু আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে।

এমতাবস্থায় জনসাধারণের স্বাস্থ্য সেবা নিশ্চিত করার লক্ষে ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের চলমান কর্মকাণ্ড তদারক করতে ‘মিনিস্টার মনিটরিং সেল’ গঠন করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক। মঙ্গলবার নিজ দপ্তরে মন্ত্রী এই সেলটি গঠন করেন।

এছাড়াও ডেঙ্গু রোগ পরীক্ষার ফি-সংক্রান্ত সরকারি নির্দেশনার কোনো ধরনের লঙ্ঘন ‘মিনিস্টার মনিটরিং সেল’ অভিযোগ গ্রহণ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে বলে জানা গেছে। এজন্য সেলে সার্বক্ষণিক যোগাযোগ ব্যবস্থা চালু করা হয়েছে। এ সংক্রান্ত যেকোনো অনিয়মের ক্ষেত্রে দ্রুত অভিযোগ জানাতে হটলাইনেরও ব্যবস্থা করা হয়েছে। হটলাইন: ০১৩১৪-৭৬৬০৬৯/ ০১৩১৪-৭৬৬০৭০, ০২-৪৭১২০৫৫৬/ ০২-৪৭১২০৫৫৭; ই-মেইল: ministermonitoringcell@gmail.com|

এদিকে ডেঙ্গু পরিস্থিতি ও বন্যার কারণে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে যুক্ত সব কর্মকর্তা-কর্মচারীর ছুটি বাতিল করা হয়েছে। একই সঙ্গে চিকিৎসার সংকট মেটাতে প্রশিক্ষণে থাকা চিকিৎসকদের প্রশিক্ষণ সাময়িকভাবে স্থগিত করে তাদের চিকিৎসাকাজে যোগদান করানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। মন্ত্রিপরিষদ বিভাগের সমন্বয় ও সংস্কার শাখার সচিব শেখ মুজিবুর রহমান গতকাল সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

এ সময় সচিব মুজিবুর রহমান জানান, এখন পর্যন্ত ডেঙ্গু জ্বর নিয়ে ১৩ হাজার ৬৩৭ জন চিকিৎসা নিয়েছে। এর মধ্যে ৯ হাজার ৭৪০ জন চিকিৎসকের ছাড়পত্র নিয়েছে। এখন পর্যন্ত ভর্তি আছে ৩ হাজার ৮৪৭ জন। সরকারি হিসাবে এ পর্যন্ত ডেঙ্গুতে মারা গেছে আটজন।