নিজস্ব সংবাদদাতাঃ ‘ব্রেস্ট ফিডিং রুম’ চোখে পড়ে গোটা দেশে হাতেগোনা কয়েকটি শপিং সেন্টার, বিনোদন কেন্দ্র, অফিস কিংবা আদালতের মতো গুরুত্বপূর্ণ স্থানে। প্রয়োজনের তুলনায় যা অনেক কম। এবার ঢাকার সরকারি তিতুমীর কলেজ ক্যাম্পাসে নির্মাণ হচ্ছে ব্রেস্ট ফিডিং রুম। যা দেশের সব কলেজের মধ্যে এটিই প্রথম। সাধারণ শিক্ষার্থীরা এমন ভিন্ন উদ্যোগের ভূয়সী প্রশংসা করেছে।
সদ্য প্রসবকারী মায়েরা (শিক্ষার্থী) রোজই পরীক্ষা কিংবা জরুরি ক্লাসের জন্য ছুটে আসেন কলেজে। কখনো একা কখনো ছোট্ট সন্তানটিকে সঙ্গে নিয়ে। সমস্যা বাধে যখন ছোট্ট শিশুটির দুধ পান করানোর সময় আসে। দুধ পান করাতে গিয়ে ‘লোকচক্ষুর আড় দৃষ্টির’ শিকার হতে হয়। মেয়েদের কমনরুমে ব্যস্ততা থাকলেও সেখানে তেমন স্বস্তি মিলে না।
তিতুমীর কলেজের শিক্ষার্থী সালেহা আক্তার জানান, ‘কলেজে আসলে সময়মতো সন্তানকে দুধ পান করাতে পারি না বলে অবসাদ কাজ করে। এতে বাচ্চারও অনেক রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়। তবে কলেজের এ উদ্যোগ সত্যি স্বস্তিদায়ক।’
শারমিন সুলতানা নামে একজন শিক্ষর্থী বলেন, ‘প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় এবং অনার্স লেভেলের কলেজে বেবি ফিডিং রুম থাকলে ভালো হয়। আর তিতুমীর কলেজের এমন উদ্যোগকে স্বাগত জানাই।’
কলেজ কর্তৃপক্ষের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে তানিয়া সুলতানা তানি নামে আরো এক শিক্ষার্থী বলেন, ‘উদ্যোগটা আরও আগে নেয়া উচিত ছিল। তাহলে ক্লাস করা এবং পরীক্ষা দিতে গিয়ে সদ্য মা হওয়া মেয়েগুলোর বেগ পোহাতে হত না। তবে আমরা বেশ খুশি এই মহতি নির্মাণকাজের কথা জানতে পেরে।’
কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. আশরাফ হোসেন জানান, ‘আমার মনে হয় বাংলাদেশে এটিই প্রথম কোনো কলেজ, যেখানে ব্রেস্ট ফিডিং রুম তৈরি করছি আমরা। এতে ছাত্রী ও তার ছোট বাচ্চাও স্বস্তি পাবে।’
সম্পাদক: শামীম আহমেদ, নির্বাহী সম্পাদক: এস এম মিজানুর রহমান মামুন, প্রকাশক: রাজন আকন্দ
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | দেশেরবার্তা টুয়েন্টিফোর ডটকম