5:19 PM, 13 November, 2025

মসজিদে মসজিদে জুমার খুতবায় ‘গুজব’ আলোচনা

untitled-1_5021

নিজস্ব  সংবাদদাতাঃ তথ্য প্রমাণ ছাড়া সন্দেহের বশে যারা গুজব ছড়িয়ে দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করছে তারা ইসলামের শত্রু বলে আখ্যা দিয়েছেন দেশের বিভিন্ন মসজিদের ইমামরা। দেশের মসজিদে মসজিদে শুক্রবার জুমার নামাজের খুতবায় উঠে আসে গুজবের বিষয়টি।

‘পদ্মা সেতু তৈরিতে মানুষের মাথা’ -লাগবে এমন গুজবে গত কয়েকমাস ধরেই আতঙ্কে সাধারণ মানুষ। দেশের বিভিন্ন স্থানে ছেলেধরা সন্দেহে গণপিটুনিতে বেশ কয়েকজন নিরাপরাধ মানুষ প্রাণ হারান। এই পরিস্থিতি সচেতনতা বাড়াতে মসজিদের ইমামদের প্রতি আহ্বান জানান পুলিশ প্রধান। পুলিশের আহ্বানে মসজিদের ইমামরা আজ জুমার খুতবায় গুজবের বিষয়টি আলোচনা করেন।

বাইতুল মোকাররম জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা মুফতি মুহিউদ্দীন কাসেম বলেন, ‘সন্দেহের বশে কোন তথ্য প্রচারকারী মিথ্যাবাদি বলেই বিবেচিত হবে। কোন ব্যক্তিকে হত্যা ইসলাম সমর্থন করে না।’ এ সময় সন্দেহজনক ব্যক্তিকে পুলিশের হাতে তুলে দেওয়ার আহ্বান জানান।

পেশ ইমাম হাফেজ মাওলানা মুফতি মুহিউদ্দীন কাসেম আরো বলেন, ‘আইন নিজের হাতে তুলে না নেয়া, গুজবে কান না দেয়া, শান্তি শৃঙ্খলা বজায় রাখা এসব দায়িত্ব আমাদের সবার। তাই গুজবে কান না দিয়ে গুজব রটনাকারীকে প্রতিহত করতে হবে।’