সংবাদ সম্মেলন ডাকলেন ড. কামাল

নিউজ ডেস্কঃ দেশের উত্তরাঞ্চলে চলমান বন্যা ও বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলন করবেন গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন। দলটির যুগ্ম সাধারণ সম্পাদক মোশতাক আহমেদ স্বাক্ষরিত একটি সংবাদ বিজ্ঞপ্তিতে এমন তথ্য নিশ্চিত করা হয়।
সোমবার সকাল ১১টায় জাতীয় প্রেসক্লাবে তোফাজ্জল হোসেন মানিক মিয়া হলে গণফোরামের উদ্যোগে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।
গণমাধ্যমের কাছে পাঠানো ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়, উত্তর বঙ্গের বন্যা ও বর্তমান রাজনৈতিক পরিস্থিতির উপর গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন ড. কামাল হোসেন।
প্রসঙ্গগত, বাংলাদেশের উত্তর ও দক্ষিণ-পূর্বাঞ্চলে বন্যা পরিস্থিতির অবনতি হওয়ায় ৪০ লাখের বেশি মানুষ খাদ্য নিরাপত্তাহীনতা ও রোগের ঝুঁকিতে পড়েছে বলে জানায় ইন্টারন্যাশনাল ফেডারেশন অব রেড ক্রস অ্যান্ড রেড ক্রিসেন্ট সোসাইটিজ (আইএফআরসি)। বন্যা ও ভূমিধসের কারণে সড়ক ও গুরুত্বপূর্ণ অবকাঠামো ক্ষতিগ্রস্ত হওয়ায় কয়েকলাখ মানুষ বিদ্যুৎহীন অবস্থায় আটকে পড়েছে। ৬৬ হাজারের বেশি বাড়িঘর ধ্বংস হয়েছে।
শুক্রবার (১৯ জুলাই) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ আশঙ্কা প্রকাশ করে সংস্থাটি।
