সচিবালয়ে আগুন

নিজস্ব সংবাদদাতাঃ সচিবালয়ের ৬ নম্বর ভবনের ৭ তলায় পাট ও বস্ত্র মন্ত্রণালয়ে আগুন লেগেছে। রবিবার বেলা সাড়ে তিনটার পর আগুন লাগে। তবে আগুন লাগার ২০ মিনিটের মাথায় মোটামুটি নিয়ন্ত্রণে নিয়ে আসে মন্ত্রণালয়ের কর্মকর্তা কর্মচারীরা। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার রাসেল বলেন, সচিবালয়ের ৬ নম্বর ভবনের সাত তলায় আগুন লাগার খবর পান তারা। ঘটনাস্থলে গিয়ে তিনটি ইউনিট কাজ করে। পরে আগুন নিয়ন্ত্রণে আসে। তবে কীভাবে আগুন লেগেছে সেটা জানাতে পারেননি তিনি।
এদিকে মন্ত্রণালয়ের কর্মকর্তারা অভিযোগ করে বলেন, ‘এই জায়গাটিতে অনেক আবর্জনা জমে আছে। আর এখানে সিগারেট থেকেই আগুন লেগেছে। দ্রুত জায়গাটি পরিষ্কার করা দরকার।’
এর আগে আজ সকাল ১০ টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরিতে আগুন লেগেছিলো। তবে ঘণ্টা খনেক পরে সে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
