নিজস্ব সংবাদদাতাঃ বাংলাদেশে ১৬ কোটি মানুষের মধ্যে প্রায় ১৫ কোটি ৯০ লাখের মত ফোন ব্যবহার করে। এর মধ্যে ৩০ শতাংশ স্মার্টফোন ও ৭০ শতাংশ ফিচার ফোন ব্যবহারকারী। আশা করছি আগামী ১-২ বছরের মধ্যে ৭০ শতাংশ ফিচার ফোন ব্যবহারকারী স্মার্টফোনে রুপান্তরিত হবে বলেন মন্তব্য করেন ডাক, টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার।
বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে তিন দিনব্যাপী ‘স্মার্টফোন ও ট্যাব এক্সপো ২০১৯’ উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এ কথা বলেন।
এ সময় মন্ত্রী বলেন, ‘কম্পিউটার না থাকলেও, এমন একটি ডিভাইস থাকবে যা কখনো হারাবে না। তা হলো স্মার্টফোন। দেশে ৯ কোটি ইন্টারনেট ব্যবহারকারী, ৩ কোটি ফেসবুক ব্যবহার করবে। দিনে দিনে আরো স্মার্টফোন ব্যবহারকারী বাড়বে। আমরা অতি দ্রুত ফাইভজি চালু করবো। আমরা ফাইভজির জন্য পুরো প্রস্তুত।’
স্মার্টফোনের উপর ভ্যাট বাড়ানো নিয়ে মন্ত্রী বলেন, ‘ফোনের আমদানীর উপর ১৫ শতাংশ ভ্যাট বাড়ানো হয়েছে। এটা পরিকল্পনায় ছিল। এই ভ্যাট বাড়ানোর ফলে আমাদের দেশে উৎপাদন বাড়বে। বিদেশী প্রতিষ্ঠানগুলো এখানে নিজেদের পণ্যে উৎপাদন করবে। ফলে আমাদের কর্মসংস্থান সৃষ্টি হবে। উৎপাদনের সাথে উদ্ভোবনের একটা সর্ম্পক রয়েছে। পণ্যে উৎপাদনের জন্য যা যা সহযোগিতা দরকার সরকার তার করবে।’
মোস্তাফা জব্বার আরো বলেন, ‘এই বছর স্মার্টফোন আমদানীর ক্ষেত্রে যা ঘটেছে, আগামী বছর কম্পিউটারের ক্ষেত্রে তা ঘটবে না এইটা বলা কঠিন। তাই আগে থেকেই প্রস্তুতি নিন। যাতে করে সময় চাওয়া না লাগে। বাংলাদেশ উৎপাদনের জন্য সহায়ক।’
তিনি আরো বলেন, ‘এই কয়েক মাসে ২২ হাজার পর্ন সাইট ও জুয়ার সাইট বন্ধ করেছি। ইন্টারনেট দেশের তরুণ প্রজম্মকে যাকে নষ্ট না করতে পারে সেদিকে আমরা পুরো প্রস্তুত। সরকারের দায়িত্ব নিরাপদ ইন্টারনেট দেয়া।’
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, স্যামসাং বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার মিস্টার স্যাংওয়ান ইউন, হুয়াওয়ে টেকনোলজিস বাংলাদেশ লিমিটেডের সেলস ডিরেক্টর জুনিয়র সালাহউদ্দীন সানজি, অপ্পো বাংলাদেশের ব্র্যান্ড হেড মিস্টার আইয়োনো, ডিএক্স টেল লিমিটেডের হেড অব রিটেইল অপারেশন জেএম হাসান সাইফ, ভিভো বাংলাদেশের হেড অব প্রোজেক্ট অ্যান্ড অপারেশন মিস্টার অ্যাঙ্গাস, স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেডের ডিরেক্টর (টেলিকম বিজনেস) সাকিব আরাফাত এবং এক্সপো মেকারের কৌশলগত পরিকল্পনাকারী মুহম্মদ খান।
এক্সপো মেকারের কৌশলগত পরিকল্পনাকারী মুহম্মদ খান জানান, প্রদর্শনী উপলক্ষে অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলো বিশেষ ছাড় ও উপহার দিচ্ছে। দর্শকরা প্রযুক্তির আধুনিক সব স্মার্ট ডিভাইস যাচাই বাছাই করে দেখতে ও কিনতে পারছেন। এ ছাড়াও, থাকছে অন্য অনেক আয়োজন।
সম্পাদক: শামীম আহমেদ, নির্বাহী সম্পাদক: এস এম মিজানুর রহমান মামুন, প্রকাশক: রাজন আকন্দ
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | দেশেরবার্তা টুয়েন্টিফোর ডটকম