8:23 AM, 13 November, 2025

দেশে বাড়লেও ভারতে কমেছে গ্যাসের দাম

index

নিউজ ডেস্কঃ বাংলাদেশে গ্যাসের দাম বাড়লেও জাতীয় বাজেটের আগে ভারতে গ্যাসের দাম কমানো হয়েছে। ভর্তুকিবিহীন সিলিন্ডার প্রতি ১০১ রুপি কমানো হয়েছে রান্নার গ্যাসের দাম। সোমবার থেকে নতুন এ দাম কার্যকর হবে। রবিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে গ্যাসের দাম কমানোর ঘোষণা দেয় ইন্ডিয়ান অয়েল করপোরেশন (আইওসি)।

ইন্ডিয়া টাইমস এর খবরে বলা হয়, ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় তরলীকৃত গ্যাস (এলপিজি) সিলিন্ডারের বর্তমান দাম ৭৬৩ রুপি ৫০ পয়সা। তা কমে হতে চলেছে ৬৬২ রুপি ৫০ পয়সা। সোমবার থেকেই এই টাকা দিয়ে রান্নার গ্যাসের সিলিন্ডার কিনতে পারবে গ্রাহকেরা।

অন্যদিকে, ১৯ কেজি নন-ডমেস্টিক সিলিন্ডারের দাম ১৮৭ রুপি ৫০ পয়সা কমিয়েছে ভারতীয় রাষ্ট্রায়ত্ত্ব তেল সংস্থাগুলি। এর ফলে নতুন দাম হয়েছে ১১৮৮ রূপি ৫০ পয়সা। এই দামও সোমবার থেকেই কার্যকর হবে।

ইন্ডিয়ান অয়েল করপোরেশন (আইওসি) জানিয়েছে, আন্তর্জাতিক বাজারে তরল গ্যাসের দাম কমে যাওয়া এবং ডলার ও রুপির লেনদেন ভালো হওয়ায় এ দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে তারা।

এদিকে বাংলাদেশে গাসের দাম ৩২ দশমিক ৮ শতাংশ বাড়ানো হয়েছে। দাম বাড়ানোর ঘোষণা দিয়ে এনার্জি রেগুলেটরি কমিশনের চেয়ারম্যান মনোয়ার ইসলাম জানান, দাম বাড়িয়ে গৃহস্থালির ক্ষেত্রে মিটারভিত্তিক গ্যাসের দাম প্রতি ঘনমিটারে ১২ টাকা ৬০ পয়সা নির্ধারণ করা হয়েছে। এক চুলায় প্রতিমাসে গ্যাসের দাম নির্ধারণ করা হয়েছে ৯২৫ টাকা এবং দুই চুলায় ৯৭৫ টাকা।

সিএনজির ক্ষেত্রে প্রতি ঘনমিটার গ্যাসের দাম নির্ধারণ করা হয়েছে ৪৩ টাকা এবং হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের ক্ষেত্রে ২৩ টাকা। বিদ্যুতের ক্ষেত্রে প্রতি ঘনমিটার গ্যাসের দাম নির্ধারণ করা হয়েছে ৪ টাকা ৪৫ পয়সা, ক্যাপটিভ পাওয়ারে ১৩ টাকা ৮৫ পয়সা, সার ৪ টাকা ৪৫ পয়সা, শিল্পে ১০ টাকা ৭০ পয়সা, চা-বাগানে ১০ টাকা ৭০ পয়সা।

এর মধ্যে শুধু ক্ষুদ্র ও কুটির শিল্পে গ্যাসের দাম বাড়ানো হয়নি। এর আগের দাম প্রতি ঘনমিটার ১৭ টাকাই রাখা হয়েছে বলে জানান তিনি।