
নিজস্ব সংবাদদাতাঃ সহিংসতা ও উগ্রবাদ বিরোধী প্রতিবেদনের জন্য পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্স ন্যাশনাল ইউনিটের পুরস্কার পেয়েছেন চ্যানেল টোয়েন্টিফোরের নিজস্ব প্রতিবেদক শামীমা সুলতানাসহ ৬ জন অপরাধ বিষয়ক প্রতিবেদক। অপরাধ দমনে তাদের সাহসিকতাপূর্ণ প্রতিবেদনের জন্য এই পুরস্কার দেয়া হয়।
গণমাধ্যমের মোট ৩টি শাখা থেকে ৬ জন সংবাদকর্মীকে নির্বাচিত করা হয় এই পুরস্কারের জন্য। রবিবার দুপুরে রাজধানীর মিন্টো রোডে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার মনিরুল ইসলাম।
পুরস্কারপ্রাপ্ত অন্যান্যরা হলেন- টেলিভিশন ক্যাটাগরিতে সময় সংবাদের জেষ্ঠ্য প্রতিবেদক খান মুহাম্মদ রুমেল। দৈনিক পত্রিকার প্রথম আলোর জেষ্ঠ্য প্রতিবেদক শেখ সাবিহা আলম, ডেইলি স্টারের অপরাধ প্রতিবেদন বিভাগের প্রধান প্রতিবেদক শরীফুল ইসলাম এবং নিজস্ব প্রতিবেদক জামিল খান যৌথভাবে আর অনলাইন ক্যাটাগরিতে বাংলা ট্রিবিউনের জেষ্ঠ্য প্রতিবেদক নুরুজ্জামান লাবু। প্রত্যেক বিজয়ী পুরস্কার হিসেবে একটি ক্রেস্ট, সনদ এবং নগদ ৫০ হাজার করে টাকা পেয়েছেন। পুতিযোগীতায় বিচারক হিসেবে অন্যান্যের মধ্যে ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক অধ্যাপক আব্দুস সালাম, প্রেসক্লাবের সভাপতি সাইফুল আলম এবং ঢাকা বাংলা চ্যানেল তথা ডিবিসি'র প্রধান নির্বাহী মঞ্জুরুল ইসলাম।
শামিমা সুলতানা এর আগে ২০১৫ সালে টিভি ক্যাটাগরিতে সেরা অনুসন্ধানী প্রতিবেদনের জন্য পুরস্কার পেয়েছিল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ, প্রেস ইন্সটিটিউট অব বাংলাদেশ-পিআইবি, দুর্নীতি দমন কমিশন- দুদক, জার্মান সরকারের গণমাধ্যম ডয়েচেভেলে এবং জার্মান সরকারের দাতা সংস্থা জিআইজেড কতৃক ওই পুরস্কারটি দেয়া হয়েছিলো।
সম্পাদক: শামীম আহমেদ, নির্বাহী সম্পাদক: এস এম মিজানুর রহমান মামুন, প্রকাশক: রাজন আকন্দ
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | দেশেরবার্তা টুয়েন্টিফোর ডটকম