3:48 AM, 13 November, 2025

দেশের কোথাও চাঁদ দেখা যায়নি, বৃহস্পতিবার ঈদ

205351_bangladesh_pratidin_No-Moon

নিউজ ডেস্কঃ দেশের কোথাও আজ ৪ জুন, মঙ্গলবার শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। তাই কাল বুধবারও রোজা রাখতে হবে। আগামী বৃহস্পতিবার দেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে।

আজ রাত পৌনে ৯টার দিকে জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়। বৈঠক শেষে সাংবাদিকদের এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

এর আগে দেশের ৬৪টি জেলা থেকে তথ্য সংগ্রহ করে জাতীয় চাঁদ দেখা কমিটি। তবে কোনো জেলা থেকেই চাঁদ দেখার খবর পায়নি।

চাঁদ না দেখায় এবার ৩০টি রোজাই রাখতে হচ্ছে। তবে এরই মধ্যে ঈদের শুভেচ্ছা বিনিময় শুরু হয়ে গেছে। রাষ্ট্রপতি আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন।

এরই মধ্যে রাজধানীর জাতীয় ঈদগাহ ময়দানে নামাজের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। বৃষ্টি বা দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকলে বিকল্প ব্যবস্থা রাখা হয়েছে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে।