3:49 AM, 13 November, 2025

ঈদের দিনেও থাকবে বৃষ্টি

index

নিউজ দেস্কঃ আজ সন্ধ্যায় জানা যাবে, ঈদ হচ্ছে কবে? কাল বুধবার নাকি পরশু বৃহস্পতিবার। তবে যেদিনই হোক না কেন বৃষ্টির বাগড়ায় কাটবে ঈদ। আবহাওয়ার পূর্বাভাস তাই বলছে। রাজধানীসহ সারা দেশে কয়েক দিন ধরে থেমে থেমে বৃষ্টি হচ্ছে। বজ্রসহ বৃষ্টি থাকবে ঈদের দিনও।

সোমবার সন্ধ্যার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, সারা দেশে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি থাকবে আরও দুই দিন।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, সমুদ্র সমতল থেকে ৪.৫ কিলোমিটার পর্যন্ত একটি সাইক্লোনিক ঘূর্ণীবাত বাংলাদেশ এবং এর তৎসংলগ্ন পশ্চিমবঙ্গের উপর অবস্থান করছে।

এর প্রভাবে ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগে কিছু কিছু জায়গায় অস্থায়অ দমকা/ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।