9:57 PM, 12 November, 2025

জাতির কাছে ক্ষমা চাইলেন এ কে খন্দকার

ak-khonkar

নিজস্ব সঙ্গবাদদাতাঃ বিতর্কিত বইয়ে ভুল তথ্যের জন্য জাতির কাছে ক্ষমা চাইলেন মুক্তিযুদ্ধের উপ-অধিনায়ক এবং সাবেক মন্ত্রী এ কে খন্দকার বীর উত্তম। বিতর্কিত ‘জয় পাকিস্তান’ অংশটুক সংশোধনের জন্য প্রথমা প্রকাশনির সহযোগিতা চেয়েছেন তিনি।

আজ ২৬ মে, রবিবার এক সাক্ষাৎকারে একে খন্দকার এই ক্ষমাপ্রার্থনা করেন। তিনি বলেন, ‘আমার ভুল হয়েছে যে পাকিস্তান কথাটা বলেছিল; ওটা ভুল। আমার ভুল হয়েছে একেবারে সম্পূর্ণ ভুল।’

ভুলের জন্য ক্ষমা চেয়ে শেষবারের মতো বঙ্গবন্ধুকন্যার সঙ্গে দেখা করতে চেয়েছেন একে খন্দকার।

একে খন্দকারকে স্বাধীন দেশে বঙ্গবন্ধু বিমানবাহিনীর প্রধানের দায়িত্ব দিয়েছিলেন। ১/১১ এর পর যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে গঠিত প্লাটফর্মে নেতা ছিলেন তিনি। তাই মহাজোট সরকার ক্ষমতায় আসার পর পরিকল্পনা মন্ত্রীর দায়িত্ব দেয়া হয় তাকে। কিন্তু ২০১৪ সালে মন্ত্রীত্ব ছাড়ার পর প্রকাশ করেন নিজের আত্মজীবনী। যার নাম “১৯৭১: ভেতরে বাইরে”। বইটির ৩২ নম্বর পৃষ্ঠায় বঙ্গবন্ধু ঐতিহাসিক ৭মার্চের ভাষণের শেষে ‘জয় পাকিস্তান’ বলেছিলেন- এমনটা উল্লেখ করায় সমালোচনার মুখে পড়েন একে খন্দকার।

জয় পাকিস্তান বিতর্কে বিএনপি সমর্থন দিলেন পরবর্তীতে একে খন্দকারের সমালোচনা করেন তারাও। কারণ বইটিতে উল্লেখ আছে জিয়াউর রহমান নয়, একজন রেডিও কর্মচারি প্রথম বঙ্গবন্ধুর পক্ষে স্বাধীনতার ঘোষণা করেন।

তবে এতোদিন পর এসে একে খন্দকার নিজেই বলছেন, নিজের আত্মজীবনী “১৯৭১: ভেতরে বাইরে”বইটির ‘জয় পাকিস্তান’ অংশটুকু ইতিহাস বিকৃত করেছে। তিনি দাবি করেছেন আমৃত্যু তিনি বঙ্গবন্ধুর আদর্শীক বিশ্বাসী থাকবেন।