8:23 AM, 13 November, 2025

মোদিকে তারেকের অভিনন্দন বার্তা

narendra-modi-and-tareq-rahman

নিজস্ব সংবাদদাতাঃ সপ্তদশ লোকসভা নির্বাচনে জয়ী হয়ে টানা দ্বিতীয়বারের মত ক্ষমতায় নরেন্দ্র মোদির ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। মোদির এ বিজয়ে চিঠি পাঠিয়ে অভিনন্দন জানিয়েছে বিএনপি। দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে এই অভিনন্দন বার্তা দেয়া হয়েছে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী।

শুক্রবার রাজধানীর বিএনপি চেয়ারপারসনের গুলশান রাজনৈতিক কার্যালয়ে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘ভারতের নির্বাচন ভালো হয়েছে। জনগণ ভোটের মাধ্যমে তাদের প্রতিনিধি নির্বাচিত করতে সক্ষম হরেছেন। যেটা বাংলাদেশে পারে নাই। আর ইতোমধ্যে নরেন্দ্র মোদিকে অভিনন্দন জানিয়ে তারেক রহমানের পক্ষ থেকে চিঠি ভারতের হাই-কমিশনে দেওয়া হয়েছে।’

আমির খসরু বলেন, ‘আমরা আশা করি, ভারত ও বাংলাদেশের সম্পর্ক হবে, দেশ ও জনগণের মধ্যে। এছাড়া দু’দেশের স্বার্থ ও মানুষের সম্মানের ভিত্তিতে সম্পর্ক হবে।’

গতকাল বৃহস্পতিবার ভারতের লোকসভা নির্বাচনের ভোট গণনা হয়। এতে বিপুল ব্যবধানে বেসরকারিভাবে জয় পায় বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট।