
নিজস্ব প্রতিনিধিঃ বনানীর এফআর টাওয়ারে লাগা আগুনে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৫ জনে। আহত ৭৩ জন। শুক্রবার সকালে আগুন লাগা ভবনটির সামনে সাংবাদিকদের এ তথ্য জানান পুলিশের গুলশান বিভাগের উপকমিশনার মুশতাক হোসেন।
মুশতাক হোসেন বলেন, ‘এখন পর্যন্ত ২৪ জনের মৃতদেহ হস্তান্তর করা হয়েছে। আর কেউ নিখোঁজ নেই।’
বনানীর এফআর টাওয়ারে বৃহস্পতিবার বেলা একটার দিকে আগুন লাগে। সন্ধ্যার দিকে তা নিয়ন্ত্রণে আসে। এরপর ভবনটির বিভিন্ন ফ্লোরে প্রবেশ করেন ফায়ার সার্ভিসের কর্মীরা। এ সময় একের পর এক লাশ উদ্ধার করা হয়।
ভবনটি যে নিয়ম ভেঙে বানানো সেক্ষেত্রে কী ব্যবস্থা নেয়া হবে- এমন প্রশ্নের জবাবে মুশতাক হোসেন বলেন, ‘রাজউক অভিযোগ জানালে তারা ব্যবস্থা নেবে।’
সম্পাদক: শামীম আহমেদ, নির্বাহী সম্পাদক: এস এম মিজানুর রহমান মামুন, প্রকাশক: রাজন আকন্দ
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | দেশেরবার্তা টুয়েন্টিফোর ডটকম