কিশোরগঞ্জ অফিস:
“ভোটার হব নিয়ম মেনে, ভোট দিব যোগ্যজনে” পতিপাদ্য বিষয়কে সামনে রেখে কিশোরগঞ্জে পালিত হল ৫ম জাতীয় ভোটার দিবস।
আজ বৃহস্পতিবার (০২ মার্চ) কিশোরগঞ্জ জেলা নির্বাচন অফিসের আয়োজনে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে র্যালী অনুষ্ঠিত হয়। র্যালী শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে কিশোরগঞ্জ সদর উপজেলা নির্বাচন অফিসার সিহাব উদ্দিন আহমেদ এর সঞ্চালনায়, কিশোরগঞ্জ জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ আশ্রাফুল আলম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কিশোরগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ আবুল কালাম আজাদ।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কিশোরগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ, পিপিএম (বার)।
অনুষ্ঠানে কিশোরগঞ্জ জেলা গ্রন্থাগরিক এর লাইব্রেরিয়ান আজিজুল হক সুমন, ঈশাখাঁ ইন্টারন্যাশানাল ইউনিভার্সিটির সহযোগী অধ্যাপক বদরুল হুদা সোহেল সহ অন্যান্যরা বক্তব্য রাখেন।
বক্তারা জাতীয় পরিচয়পত্র ও ভোটার তালিকার গুরুত্ব সম্পর্কে তুলে ধরেন। আলোচনা অনুষ্ঠান শেষে নতুন ভোটারেদের মাঝে উৎসব মূখর পরিবেশে নতুন জাতীয় পরিচয় পত্র বিতরণের মাধ্যমে শেষ হয় র্যালী ও আলোচনা অনুষ্ঠানটি।
সম্পাদক: শামীম আহমেদ, নির্বাহী সম্পাদক: এস এম মিজানুর রহমান মামুন, প্রকাশক: রাজন আকন্দ
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | দেশেরবার্তা টুয়েন্টিফোর ডটকম