প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ১৩, ২০২৫, ৩:২৬ এ.এম || প্রকাশের তারিখঃ জুন ২০, ২০২২, ৫:৩৯ পি.এম
৮ ঘণ্টা পর শিমুলিয়া-মাঝিরকান্দি নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক

দক্ষিণবঙ্গের অন্যতম প্রবেশপথ মুন্সীগঞ্জের শিমুলিয়া ও শরীয়তপুরের মাঝিরকান্দি নৌরুটে আট ঘণ্টা পর ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে।
রোববার রাত পৌনে ১০টায় বিআইডব্লিউটিসির শিমুলিয়া ঘাটের সহ-মহাব্যবস্থাপক মো. সফিকুল ইসলাম জানান, এ নৌরুটের জাজিরা জেটির কাছে ঘূর্ণিস্রোত অস্বাভাবিক বেড়ে যাওয়ায় দুর্ঘটনা এড়াতে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। তবে সকাল ৬টা থেকে ফেরি কুঞ্জলতা, রোকেয়া, কুমিল্লা, ফরিদপুর ও সুফিয়া কামাল দিয়ে যানবাহন ও যাত্রী পারাপার করা হচ্ছে।
এদিকে, রাতে ফেরি বন্ধ রাখায় ঘাটে আটকা পড়ে শতাধিক ছোট-বড় যানবাহন। বৃষ্টির মধ্যে দুর্ভোগে পড়ে ঘণ্টার পর ঘণ্টা ঘাটে অপেক্ষা করতে হয় ফেরি জন্য।
শিমুলিয়া প্রান্তে ১৪০ যান ও মাঝিরকান্দিতে ১৫০টি যান পারাপারের অপেক্ষায় ছিল। দুপাড়ের ঘাটেই মাইকিং করে ফেরি বন্ধের ঘোষণা দেয়া হয়। অপেক্ষামাণ যানগুলোকে বিকল্প পথে চলে যাওয়ার নির্দেশ দেয়া হয়। আকস্মিক এ ঘোষণায় ঘাটে অপেক্ষমাণ যানবাহন ও যাত্রীরা বিপাকে পড়ে।
এদিকে শনিবার গভীর রাতে ওই স্থানে যাত্রীবাহী ফেরি বেগম সুফিয়া কামাল ও ফেরি বেগম রোকেয়ার মুখোমুখি সংঘর্ষে এক গাড়ি চালক নিহত এবং আরেক চালক ছিটকে পড়ে পদ্মায় নিখোঁজ হয়। এ ছাড়া ১০ জন আহত হন। দুটি ফেরিই ক্ষতিগ্রস্ত হয়। এ দুর্ঘটনায় দুই ফেরিই দায়িত্বরত মাস্টারকে সাময়িক বরখাস্ত এবং ঘটনার উদ্ঘাটনে চার সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে বিআইডব্লিউটিসি।
সম্পাদক: শামীম আহমেদ, নির্বাহী সম্পাদক: এস এম মিজানুর রহমান মামুন, প্রকাশক: রাজন আকন্দ
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | দেশেরবার্তা টুয়েন্টিফোর ডটকম