2:03 AM, 13 November, 2025

পুলিশের কর্মকাণ্ড নিয়ে সংসদে যা বললেন বিরোধী দলের এমপিরা

images (1)
পুলিশ সদস্যদের কর্মকাণ্ডের ব্যাপক সমালোচনা করে জাতীয় সংসদে বিরোধী দলের এমপিরা বলেন, ক্ষমতা টিকিয়ে রাখতে সরকার পুলিশকে দলীয় বাহিনীতে পরিণত করেছে।তারা বিচারবহির্ভূত হত্যা, গুম, নির্যাতন আর সাধারণ মানুষকে হয়রানি করছে।
গতকাল সোমবার (১৩ জুন) জাতীয় সংসদে ২০২১-২২ সালের সম্পূরক বাজেটের ওপর ছাঁটাই প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে এসব কথা বলেন বিরোধী দলের সংসদ সদস্যরা।
এদিন সম্পূরক বাজেটে জননিরাপত্তা বিভাগের জন্য ১৭৮ কোটি ১৬ লাখ ২৯ হাজার টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়। এ বরাদ্দ ছাঁটাই করার দাবি জানান ১০ সংসদ সদস্য।
এ সময় বিএনপির সংসদ সদস্য রুমিন ফারহানা বলেন, এ সরকারের আমলে পুলিশকে দলীয় বাহিনীতে পরিণত করা হয়েছে। পুলিশের কাছে গেলে নতুন সমস্যায় পড়তে হয় কি না, এ আশঙ্কায় মহাবিপদে পড়লেও মানুষ এখন পুলিশের কাছে যেতে চায় না।
বিএনপির সংসদ সদস্য হারুনুর রশীদ বলেন, পুলিশ বহিনীর বিরুদ্ধে বিচারবহির্ভূত হত্যা, গুমের অভিযোগ, মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ অসত্য নয়। পুলিশ বিরোধীদলীয় নেতাকর্মীর বিরুদ্ধে মামলার বাদী ও সাক্ষী হয়, এতে প্রমাণ করে দেশের বিচার ব্যবস্থার অবস্থা কতটা নাজুক। সরকারি দল চায়, পুলিশ তাদের কথামতো চলবে। এ ধারা থেকে আমরা বের হয়ে না আসতে পারলে আইনশৃঙ্খলা বাহিনীকে কাঙ্ক্ষিত লক্ষ্যে নিতে পারব না।
পুলিশ সদস্যদের কর্মকাণ্ডের ব্যাপক সমালোচনা করে জাতীয় সংসদে বিরোধী দলের এমপিরা বলেন, ক্ষমতা টিকিয়ে রাখতে সরকার পুলিশকে দলীয় বাহিনীতে পরিণত করেছে।তারা বিচারবহির্ভূত হত্যা, গুম, নির্যাতন আর সাধারণ মানুষকে হয়রানি করছে।
জাতীয় পার্টির শামীম হায়দার পাটোয়ারী বলেন, আজকে কোনো পুলিশ অন্যায় করলে সব পুলিশ একত্রিত হয়ে তাকে সাপোর্ট করে। এতে অসহায় হয়ে পড়ে জুডিশিয়ারি। জনগণের অধিকার লঙ্ঘিত হচ্ছে, কিন্তু তাদের যাওয়ার জায়গা নেই। আজকে পুলিশের কেউ অন্যায় করলে নিশ্চুপ থাকে মানবাধিকার কমিশন । পুলিশকে বুঝতে হবে, ‘পি ফর পোলাইট’। আমাদের পুলিশ অনেক ক্ষেত্রে জনগণকে তাদের চাকর মনে করেন। পুলিশের দায়বদ্ধতা প্রয়োজন। পুলিশ মনে করে তাদের হাতে অস্ত্র থাকায় তারা সীমাহীন ক্ষমতার মালিক।
গণফোরামের সংসদ সদস্য মোকাব্বির খান বলেন, পুলিশ বাহিনীর কনস্টেবল থেকে শুরু করে উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের নানা অপরাধে জড়িত হওয়ার প্রবণতা বেড়ে গেছে। কারণ, যেসব পুলিশ অপরাধ করছে, তারা শাস্তি পাচ্ছে না। এ কারণে গোটা পুলিশ বাহিনীকে প্রশ্নবিদ্ধ করে তুলেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *