নিউজ ডেস্কঃ কারাবন্দি বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার একটা দূর্ঘটনা ঘটতে পারে। বেসরকারি চ্যানেল ইনডিপেনডেন্ট টেলিভিশনে ‘আজকের বাংলাদেশ’ শীর্ষক টকশোতে অংশ নিয়ে ডক্টর এসোসিয়েশন অব বাংলাদেশ‘র (ড্যাব) কোষাধ্যক্ষ ডা. এ কে এম মহিউদ্দিন ভূঁইয়া মাসুম এই মন্তব্য করেন।
খালেদ মহিউদ্দিনের সঞ্চালনা টকশোতে আরো অংশগ্রহণ করেন, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি ডা. রশিদ-ই-মাহবুব এবং বিএমএ মহাসচিব ও স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক ডা. এহতেশামুল হক চৌধুরী।
এ সময় ডা. মাসুম বলেন, ‘যেকোন সময় খালেদা জিয়ার একটা দুর্ঘটনা ঘটতে পারে।’ এছাড়া কারাগারে খালেদা জিয়াকে ন্যুনতম চিকিৎসা সেবা দেয়া হচ্ছে না বলে অভিযোগ করেন তিনি।
ডা. মাসুম আরো বলেন, ‘আমাদের যে অবজারভেশন বেগম খালেদা জিয়া একজন সাবেক প্রধানমন্ত্রী, একজন সেক্টর কমান্ডারের স্ত্রী, উনাকে যেভাবে বন্দি করে রাখা, আমি বলবো যে, উনাকে নুন্যতম চিকিৎসা সেবা দেয়া হচ্ছে না। উনার অবস্থা খুবই খারাপ। আপনি যদি বলেন কিভাবে দেয়া হচ্ছে না? তাহলে আমি হয়তো ক্যাটাগরিক্যালি বলতে পারবো।’
সম্পাদক: শামীম আহমেদ, নির্বাহী সম্পাদক: এস এম মিজানুর রহমান মামুন, প্রকাশক: রাজন আকন্দ
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | দেশেরবার্তা টুয়েন্টিফোর ডটকম