২৬ শে মার্চ মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে টাঙ্গাইলের ভূঞাপুরে ডা. জুবায়ের খালেদ এর উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। এতে দুই হাজারেরও বেশি অসহায়, দরিদ্র মানুষকে চিকিৎসাসহ বিনামূল্যে ফ্রী ডায়াবেটিস ও ওষুধ দেয়া হয়েছে।
শনিবার (২৬ মার্চ) সকালে উপজেলার গোবিন্দাসী ইউনিয়নের খানুরবাড়ী গ্রামে ডা. জুবায়ের খালেদ এর পিতা গোবিন্দাসী ইউনিয়ন আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব মকবুল হোসেন এই কার্যক্রমের উদ্বোধন করেন। ওই ফ্রি মেডিকেল ক্যাম্পে আশেপাশের ১৫টি গ্রাম থেকে লোকজন চিকিৎসা নিতে আসেন।
আলহাজ্ব মকবুল হোসেন এর সভাপতিত্বে ফ্রি মেডিকেল ক্যাম্পে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোবিন্দাসী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দুলাল হোসেন চকদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোবিন্দাসী উচ্চ বিদ্যালয়ের সভাপতি শফিকুল ইসলাম (বাবু)।
এছাড়াও আরো উপস্থিত ছিলেন ডাঃ শুভময় পাল, এমবিবিএস, বিসিএস (স্বাস্থ্য),ঢাকা। এবং ডাঃ ফাতেমাতুজ জহুরা,এমবিবিএস, বিসিএস (স্বাস্থ্য), ঢাকা। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন গোবিন্দাসী ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি সদস্য আবুল কালাম আজাদ।
সম্পাদক: শামীম আহমেদ, নির্বাহী সম্পাদক: এস এম মিজানুর রহমান মামুন, প্রকাশক: রাজন আকন্দ
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | দেশেরবার্তা টুয়েন্টিফোর ডটকম