2:04 AM, 13 November, 2025

৭ কলেজের শিক্ষার্থীদের অবরোধ প্রত্যাহার

IMG_20220322_212521
রাজধানীর নীলক্ষেত মোড় থেকে অবরোধ প্রত্যাহার করে নিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত রাজধানীর সাত সরকারি কলেজের স্নাতকের শিক্ষার্থীরা। আজ মঙ্গলবার (২২ মার্চ) বিকেল ৪টার দিকে অবরোধ তুলে নেন তারা। এর আগে দুপুর ১২টা থেকে তিন দফা দাবি আদায়ে রাজধানীর নীলক্ষেত মোড় অবরোধ করেন শিক্ষার্থীরা।
শিক্ষার্থীদের সঙ্গে কথা বলতে নীলক্ষেত আসেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সহকারী প্রক্টর ড. সৈয়দ আহমেদ ও ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন।
ড. সৈয়দ আহমেদ বলেন, শিক্ষার্থীদের আন্দোলনের পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি হিসেবে আমি এসেছি। তাদের সঙ্গে আলোচনা করেছি। আমরা বলেছি, আগামী ২৯ মার্চ আনুষ্ঠানিকভাবে বসে দাবিগুলো সম্পর্কে আলোচনা করব।
অবরোধ তুলে নেওয়ার পর সড়কে শুরু হয় যান চলাচল। নিউমার্কেট জোনের সহকারী পুলিশ কমিশনার শরীফ মোহাম্মদ ফারুকুজ্জামান বলেন, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের প্রতিনিধিরা এসে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেছেন। আন্দোলনটি শিক্ষার্থীদের ছিল তাই আমরা খুব সহনশীল আচরণ করেছি। তবে এই গরমে মানুষকে চরম জনভোগান্তির মধ্য দিয়ে সময় কাটাতে হয়েছে।
গত ১৬ মার্চ প্রমোশনসহ তিন দাবিতে দ্বিতীয়বারের মতো নীলক্ষেত মোড় অবরোধ করেন ঢাবি অধিভুক্ত সরকারি সাত কলেজের দর্শন বিভাগের ২০১৯-২০, ২০১৮-১৯ ও ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *