বঙ্গবন্ধু সেতুর পশ্চিম মহাসড়কে যানজট

মহাসড়ক চারলেনে উন্নীতকরণ কাজ চলতে থাকায় সিরাজগঞ্জে বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ থেকে নলকা পর্যন্ত মহাসড়কের ১০ কিলোমিটার এলাকায় সংস্কারকাজের কারণে সড়ক সংকুচিত হওয়ায় যানজটের সৃষ্টি হয়েছে।
আজও শুক্রবার (১৮ মার্চ) সয়দাবাদ থেকে হাটিকুমরুল গোলচত্বর পর্যন্ত প্রায় ২০ কিলোমিটার সড়কে থেমে থেমে যানজটের সৃষ্টি হচ্ছে। মাঝে মধ্যে এ যানজট ধীরগতিতে রূপ নিচ্ছে।
দিনভর যানজট ও ধীরগতি থাকলেও সন্ধ্যার পর থেকে এ মহাসড়কের যানজট কিছুটা স্বাভাবিক হয়। পরে বুধবার ভোর থেকে আবারও বঙ্গবন্ধু সেতু পশ্চিমে যানবাহনে ধীরগতি ও যানজটের সৃষ্টি হয়। রাতভর যানজটের কারণে বিভিন্ন যানবাহন সিরাজগঞ্জ শহরের ভিতর ও কয়েকটি আঞ্চলিক সড়ক ব্যবহার করে। এতে বিপাকে পড়েন স্থানীয় বাসিন্দারা।
কামারখন্দ সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার শাহীনুর কবীর জানান, মহাসড়কে চার লেন নির্মাণ ও নলকা সেতুর সংস্কার কাজ চলমান থাকায় এক লেন দিয়েই ঢাকাগা ও উত্তরবঙ্গগামী যানবাহন চলাচল করছে। এতে সয়দাবাদ থেকে হাটিকুমরুল গোলচত্বর পর্যন্ত উভয় লেনে মাঝেমধ্যে এক লেনে যানজটের সৃষ্টি হচ্ছে। এ যানজট কখনো ধীরগতিতে রূপ নিচ্ছে।
বঙ্গবন্ধু সেতুর পশ্চিম পার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোসাদ্দেক হোসেন বলেন, উন্নয়নকাজের জন্য কিছু দুর্ভোগ মেনে নিতেই হবে। এ মহাসড়কে যত দিন নির্মাণকাজ চলবে, তত দিন যানজট ও ধারগতি লেগেই থাকবে। আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণে চেষ্টা চালিয়ে যাচ্ছি। মহাসড়ক নির্মাণ শেষ না হওয়া পর্যন্ত এটা সবাইকে মেনে নেওয়া ছাড়া উপায় নেই।
তিনি আরো বলেন, যানজট নিরসনে পুলিশ কাজ করলেও পুরোপুরি যানজটমুক্ত হতে মহাসড়কের উন্নয়নকাজের সমাপ্তি পর্যন্ত অপেক্ষা করতে হবে।
