5:06 AM, 13 November, 2025

নতুন নির্বাচন কমিশন কোনও রাজনৈতিক চাপে নেই: সিইসি

unnamed-file-2

স্টাফ রিপোর্টারঃ প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন, ‘নতুন নির্বাচন কমিশন কোনও রাজনৈতিক চাপে নেই। চাপের প্রশ্নই আসে না। কমিশন স্বাধীনভাবে কাজ করবে।’

আজ মঙ্গলবার (১ মার্চ) সকালে সাভারে জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, “রাজনৈতিক কোন চাপ আমাদের কারো মধ্যে নেই। আমরা স্বাধীনভাবে কাজ করি এবং করব৷ সফলতা কী হয়, সেটা সবাইকে জানাব৷’ নবনিযুক্ত সিইসি মঙ্গলবার সকালে অন্য চার কমিশনারকে সঙ্গে নিয়ে ঢাকার অদূরে সাভারে জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর সাংবাদিকদের এসব কথা বলেন৷
এ সময় প্রধান নির্বাচন কমিশনারের নেতৃত্বাধীন অপর চার নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ বেগম রাশিদা সুলতানা, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আহসান হাবীব খান, অবসরপ্রাপ্ত সিনিয়র সচিব মো. আলমগীর ও আনিছুর রহমান উপস্থিত ছিলেন। সফরসঙ্গী হিসাবে ছিলেন নির্বাচন সচিবালয়ের সচিব হুমায়ুন কবীর খোন্দকার।
স্মৃতিসৌধে বীর শহীদদের বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে স্মৃতিসৌধের পরিদর্শন বইতে স্বাক্ষর করে প্রধান নির্বাচন কমিশনার।
আনুষ্ঠানিকতা শেষে সকাল সাড়ে ১০টার দিকে স্মৃতিসৌধ প্রাঙ্গন ছাড়েন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *