হাজতখানায় নিজেদের লোক নিয়ে পাপিয়ার বৈঠক

মো: অলিউর রহমান লিমন, ঢাকা প্রতিনিধিঃ
যুব মহিলা লীগের বহিষ্কৃত নেত্রী পাপিয়ার হাজতখানায় দুই তরুণের বৈঠকের ঘটনায় তদন্ত কমিটি গঠন করেছে ডিএমপি। জড়িতদের শনাক্ত করে প্রতিবেদন দিতে বলা হয়েছে শিগগিরই। সে ঘটনায় এসআই নৃপেন কুমার বিশ্বাসের শোকজের জবাব সন্তোষজনক না হওয়ায়, এই তদন্ত কমিটি হলো।
অবৈধ সম্পদ অর্জনের মামলায় ৬ ফেব্রুয়ারি ঢাকার বিশেষ জজ আদালতে আসেন যুব মহিলা লীগের বহিষ্কৃত নেত্রী শামিমা নূর পাপিয়া ও তার স্বামী সুমন চৌধুরী। বিচারক অসুস্থ থাকায় হয়নি সাক্ষ্যগ্রহণ।
পরে আসামিদের হাজতখানায় নেয়া হলে দুই তরুণের সঙ্গে বৈঠক করতে দেখা যায় পাপিয়াকে। সে কক্ষের বাইরে প্রহরায় ছিলেন নারী পুলিশ সদস্যরা। তবে গণমাধ্যমকর্মীরা সেখানে গেলে নিজেদের পাপিয়ার ভাই দাবি করে সরে পড়েন সেই দুই তরুণ।
এঘটনায় হাজতখানার ইনচার্জ এসআই নৃপেন কুমার বিশ্বাসকে শোকজ করে ডিএমপির প্রসিকিউশন। তবে তার মঙ্গলবার দেয়া জবাবে সন্তুষ্ট নয় ডিএমপি, তাই গঠন করা হয়েছে এক সদস্যদের তদন্ত কমিটি।
ডিএমপির গণমাধ্যম বিভাগের উপ-কমিশনার ফারুক হোসেন, এরই মধ্যে সে ঘটনার ফুটেজ পর্যালোচনা শুরু করেছে তদন্ত কমিটি। জিজ্ঞাসাবদ করা হবে নৃপেনসহ ৩ পুলিশ কর্মকর্তাকে। শোনা হবে প্রত্যক্ষদর্শীদের বক্তব্যও। গত বছরের ৩০শে নভেম্বরও পাপিয়ান আইন ভেঙ্গে এজলাসে নাস্তা করেছেন বলে অভিযোগ রয়েছে।
