বাংলাদেশে করোনাভাইরাস পরিস্থিতির উন্নতি না হওয়ায় সাধারণ ছুটি আরো ১০ দিন বাড়ানো হচ্ছে। সরকারি ছুটি ১৫ মে পর্যন্ত বাড়ছে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। ছুটির আদেশ আগামীকাল জারি হতে পারে বলে জানান তিনি। করোনা পরিস্থিতির মধ্যে ষষ্ঠ ধাপে এ ছুটি বাড়ানো হচ্ছে।
করোনাভাইরাস মহামারী মোকাবিলায় প্রথম দফায় ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত ছুটি দেয়া হয়েছিল। এরপর ছুটি বাড়িয়ে তা ১১ এপ্রিল করা হয়। এরপর আবারো তৃতীয় দফা ছুটি বাড়িয়ে করা হয় ১৪ এপ্রিল পর্যন্ত।
পরিস্থিতি স্বাভাবিক না হওয়ায় চতুর্থ ধাপে ২৫ এপ্রিল পর্যন্ত ছুটি বাড়ানো হয়। পরে পঞ্চম ধাপে তা আরো বাড়িয়ে ৫ মে পর্যন্ত করা হয়। এবার ষষ্ঠ ধাপে বাড়ছে ছুটি।
সম্পাদক: শামীম আহমেদ, নির্বাহী সম্পাদক: এস এম মিজানুর রহমান মামুন, প্রকাশক: রাজন আকন্দ
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | দেশেরবার্তা টুয়েন্টিফোর ডটকম