গণভবনে পুলিশের নয়া মহা-পরিদর্শক (আইজিপি) হিসেবে বেনজীর আহমেদকে র্যাঙ্কব্যাজ পরানো হয়েছে। আজ ১৫ এপ্রিল, বুধবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে তাকে পরানো হয় র্যাঙ্কব্যাজ।
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান এবং জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মোস্তফা কামাল উদ্দীন সকালে ড. বেনজীর আহমেদকে র্যাঙ্ক ব্যাজ পরিয়ে দেন।
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সাবেক এই মহাপরিচালক এখন থেকে নেতৃত্ব দেবেন বাংলাদেশ পুলিশকে। আজ থেকেই তিনি সদ্য বিদায়ী পুলিশের মহাপরিদর্শক মোহাম্মদ জাবেদ পাটোয়ারীর স্থলাভিষিক্ত হলেন।
এসময় সেখানে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আহমদ কায়কাউস, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব তোফাজ্জল হোসেন মিয়া, সদ্য সাবেক আইজিপি ও সৌদি আরবে নবনিযুক্ত রাষ্ট্রদূত ড. জাবেদ পাটোয়ারীসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সম্পাদক: শামীম আহমেদ, নির্বাহী সম্পাদক: এস এম মিজানুর রহমান মামুন, প্রকাশক: রাজন আকন্দ
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | দেশেরবার্তা টুয়েন্টিফোর ডটকম