9:59 PM, 12 November, 2025

করোনায় মৃত বেড়ে ৫০, আক্রান্ত ১২৩১

h.minister_zahed_malik

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা ৫০ জন দাঁড়িয়েছে । নতুন করে আক্রান্ত হয়েছেন ২১৯ জন। মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১২৩১ জনে। নতুন করে সুস্থ্য হয়েছেন ৭ জন।

১৫ এপ্রিল, বুধবার দুপুর আড়াইটার দিকে করোনা পরিস্থিতি নিয়ে অনলাইনে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহেদ মালেক।

এ সময় তিনি প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক ডা. মঈন উদ্দিনের মৃত্যুতে শোক প্রকাশ করেন।

এছাড়া গত ২৪ ঘণ্টায় ১৭৪০টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে নতুন করে আক্রান্ত হয়েছেন ২১৯ জন।

ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, বিশ্বে করোনাভাইরাস (কোভিড-১৯) আক্রান্ত হয়ে প্রাণহানির সংখ্যা মঙ্গলবার সকালে বেড়ে দাঁড়িয়েছে ১ লক্ষ ২৬ হাজার ৮৩৯ জনে।

বাংলাদেশসহ বিশ্বের ২১০টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে করোনাভাইরাস। গত ১১ মার্চ করোনাভাইরাস সংকটকে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *