বঙ্গবন্ধু হত্যার ফাঁসির আসামি মাজেদ গ্রেপ্তার

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যায় ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি ক্যাপ্টেন (বরখাস্ত) আবদুল মাজেদকে গ্রেপ্তার করা হয়েছে। আজ ৭ এপ্রিল, মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।
তিনি বলেন, ‘আমরা তাকে গ্রেপ্তার করেছি। শিগগিরই তাকে আদালতে তোলা হবে।’
এর আগে বিভিন্ন সময়ে আবদুল মাজেদ ভারতে পালিয়ে আছেন বলে গণমাধ্যমে সংবাদ প্রকাশ হয়েছে।
মাজেদকে গ্রেপ্তারের বিষয়ে তাৎক্ষণিকভাবে স্বরাষ্ট্রমন্ত্রী বিস্তারিত না জানালেও তাকে ঢাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানা গেছে।
