2:01 AM, 13 November, 2025

করোনা : যেকোন তথ্য জানতে ফোন করুন হটলাইনে

coronavirus_hotline

প্রাণঘাতী করোনাভাইরাসে সারাবিশ্বে তিন হাজার ৬০০ জন মারা গেছে। ১০০টির অধিক দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়েছে ১ লাখ ৬ হাজার মানুষ। সর্বশেষ বাংলাদেশেও তিন জন করোনায় আক্রান্ত হওয়ার তথ্য জানিয়েছে সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর)।

এমতাবস্থায় চারটি হটলাইন নম্বর চালু করেছে আইইডিসিআর। এই নম্বরে এ সংক্রান্ত যেকোনো বিষয়ে জানতে যোগাযোগ করা যাবে। হটলাইনগুলো হচ্ছে- ০১৯৩৭১১০০১১, ০১৯৩৭০০০০১১, ০১৯২৭৭১১৭৮৪ ও ০১৯২৭৭১১৭৮৫।

এর আগে ৮ মার্চ, রবিবার নিয়মিত ব্রিফিংয়ে আইইডিসিআর’র পরিচালক মীরজাদী সেব্রিনা ফ্লোরা জানান, তিনজনের মধ্যে দুজন পুরুষ এবং একজন নারী, তাদেরকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। তাদের অবস্থা বর্তমানে স্থিতিশীল রয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

এ করোনাভাইরাসে সংক্রমণে মৃতের সংখ্যা বাড়ছেই। এছাড়াও এ ভাইরাসে আক্রান্ত ৬০ হাজার ১৯০ জন চিকিৎসার পর সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছে। চীনের বাহিরে ইউরোপের ইতালি, ফ্রান্স, ব্রিটেন, স্পেন, নেদারল্যান্ডসসহ বিশ্বের ১০৩টির বেশি দেশে করোনাভাইরাস ছড়িয়ে পড়ছে। এর মধ্যে ইতালিতে এটি মহামারি আকার ধারণ করেছে। দেশটিতে এ ভাইরাসে ২৩৩ জন মারা গেছে এবং ৫ হাজার ৮৮৩ জন আক্রান্ত হয়েছেন। এ ভাইরাসে চীনের পর বাইরে ইতালিতেই সবচেয়ে বেশি মৃত্যু ও সংক্রমণ ঘটছে।

এ ভাইরাসে যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত মারা গেছে ১৯ জন এবং আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ৪০০ জন। ৭ মার্চ, শনিবার হোয়াইট হাউসে এক ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন ইউএস ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন কমিশনার ড. স্টিফেন হ্যান। এমনকি যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে জরুরি অবস্থা জারি করা হয়েছে।