বর্তমানে সময়ের সবচেয়ে আলোচিত নাম শামীমা নূর পাপিয়া। নরসিংদী জেলা যুব মহিলা লীগের এই সাধারণ সম্পাদককে মাদক, অর্থ পচার, জোর করে পতিতাবৃত্তি করানোসহ নানা অপরাধে গ্রেপ্তার করে র্যাব। এরপর বহিষ্কার করা হয় নিজ দল থেকেও। তাকে জিজ্ঞাসাবাদে প্রতিদিনিই প্রকাশ পাচ্ছে চাঞ্চল্যকর তথ্য।
এদিকে পাপিয়াকে গ্রেপ্তার করার পর থেকেই তার সম্পর্কে নানা ধরনের তথ্য প্রকাশ পেতে শুরু করেছে। যা এতো দিন তার ভয়ে কেউ প্রকাশ করেনি। এবার প্রকাশ পেলো তার শিক্ষার্থী থাকাকালীন কলেজের ছাত্রী হোস্টেলের অপকর্ম নিয়ে।
জানা গেছে, নরসিংদী সরকারি কলেজে লেখাপড়া করেন পাপিয়া। আর নিজ কলেজের ছাত্রী হোস্টেলেও নিজের ‘অপকর্মের আস্তানা’ গড়ে তুলেছিলেন তিনি।
স্থানীয় সূত্র জানায়, ২০০৬ সালের দিকে কলেজটির প্রথম ছাত্রী হোস্টেল উদ্বোধন করা হয়। ওই সময় হোস্টেলের একটি কক্ষে নিজেদের আস্তানা বানান পাপিয়া। এরপর থেকে সেখানে অনেক বহিরাগত ছাত্রীর আসা-যাওয়া ছিলো। এমনকি অনেক ছাত্রীকে প্রলোভন ও চাপ দিয়ে ওই সময় খারাপ কাজ করতে বাধ্য করেছিলেন পাপিয়া। তখনো স্থানীয় অনেকে পাপিয়ার এসব কর্মকাণ্ডের বিষয়ে জানতেন না।
আইনশৃঙ্খলা বাহিনীর সূত্র মতে, নরসিংদী সরকারি কলেজেই স্বামী মতি সুমনের সঙ্গে প্রথম পরিচয় হয় পাপিয়ার। এরপর বন্ধু থেকে একপর্যায়ে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। যা পরে বিয়েতে গড়ায়। আর এই সুমনের হাত ধরে অপরাধ জগতে পা রাখেন পাপিয়া। সাধারণ একজন ছাত্রী হয়েও নরসিংদীর স্থানীয় রাজনৈতিক নেতাদের সঙ্গে পরিচয় হয় তার। এতেও বড় ভূমিকাপালন করেন সুমন।
এরপর স্থানীয় অনেক রাজনৈতিক নেতা বিভিন্ন প্রলোভন দেখিয়ে তাদের কাজে ব্যবহার করতেন পাপিয়াকে। সেখান থেকেই শুরু হয় পাপিয়ার বেপরোয়া জীবন। তবে সুমনের হাত ধরে পাপিয়ার উত্থান হলেও একপর্যায়ে প্রভাব-প্রতিপত্তি আর ক্ষমতায় স্বামীকেও ছাড়িয়ে যান তিনি।
সম্পাদক: শামীম আহমেদ, নির্বাহী সম্পাদক: এস এম মিজানুর রহমান মামুন, প্রকাশক: রাজন আকন্দ
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | দেশেরবার্তা টুয়েন্টিফোর ডটকম