9:41 AM, 13 November, 2025

দেবীগঞ্জে হাইটেক পার্কের জায়গা পরিদর্শণ করলেন তথ্য ও যোগাযোগপ্রযুক্তি প্রতিমন্ত্রী

polokk

কাজী সাইফুল,(পঞ্চগড়)প্রতিনিধিঃ

তথ্য ও যোগাযোগপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, মুজিববর্ষে লক্ষাধিক তরুন-তরুনীদের জন্য কর্মসংস্থান করা হবে। এটি ধরা হয়েছে, ২০২০ সালের ২৬ মার্চ থেকে ২০২১ সালের ২৬ মার্চ পর্যন্ত। কর্মসংস্থানের সুযোগ সৃষ্ট্রির জন্য শিক্ষিত তরুন –তরুনীদের ব্যাপক কারিগরি প্রশিক্ষণ গ্রহন করতে হবে। বাংলাদেশ ২০০৮ সালের ১২ ডিসেম্বর ডিজিটাল যুগে প্রবেশ করেছে। আমাদের এখনকার প্রজন্মকে আইসিটি বিষয়ে ব্যাপক দক্ষ হতে হবে। এ জন্য সরকার সারা দেশে ব্যাপক আইসিটি বিষয়ের উপর প্রশিক্ষণ চালু করেছে। প্রশিক্ষণ গ্রহন করে শিক্ষিত তরুনেরা যাতে চাকুরীর সুযোগ পায় সে লক্ষ্যে পঞ্চগড়ের দেবীগঞ্জে এক একর জমির উপর ১০০ কোটি টাকা ব্যয়ে শেখ কামাল আইটি পার্ক ও ট্রেনিং কাম ইনকুবেশন সেন্টার নির্মাণ করা হবে।
সারাদেশে জেলার পরিসংখ্যানে পঞ্চগড়কে এক থেকে গননা করা হয়। সে হিসেবে পঞ্চগড়কে ১ নম্বর ডিজিটাল জেলা করা হবে। বঙ্গবন্ধু বলেছেন, সোনার বাংলা গড়তে হলে সোনার মানুষ হতে হবে। বাংলাদেশ সরকারের মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে বঙ্গবন্ধুর আর্দশের সোনার বাংলা গড়ার প্রত্যয় নিয়ে কাজ করে যাচ্ছে। দুখি ও মেহনতী মানুষের মুখে হাসি ফুটানোর যে স্বপ্ন বঙ্গবন্ধু দেখতেন তা বাস্তবায়নে সরকার বদ্ধ পরিকর।
মন্ত্রী শনিবার দুপুরে পঞ্চগড়ের দেবীগঞ্জে নৃপেন্দ্র নারায়ণ সরকারি উচ্চ বিদ্যালয়ের দক্ষিণে হাইটেক পার্কের প্রস্তাবিত এক একর জায়গা পরিদর্শণ শেষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অথিতির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। উপজেলা নির্বাহী অফিসার প্রত্যয় হাসান সভায় সভাপতিত্ব করেন। অন্যদের মধ্যে উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মালেক চিশতী, দেবীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি গিয়াস উদ্দীন চৌধূরী, সাধারণ সম্পাদক হাসনাৎ জামান চৌধুরী জর্জ বক্তব্য রাখেন