3:50 AM, 13 November, 2025

রাজধানীতে র‌্যাবের সঙ্গে ‘গোলাগুলি’ নিহত ১

gun-fire

রাজধানীতে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) সঙ্গে ‘গোলাগুলির’ ঘটনায় এক ব্যক্তি নিহত হয়েছে। নিহত শহীদ হোসেন ওরফে কানা শহীদ (৪৫) ডাকাত দলের সদস্য বলে দাবি করে র‌্যাব। এ ঘটনায় র‌্যাবের এক সদস্য আহত হয়েছেন।

৫ ফেব্রুয়ারি, বুধবার ভোররাতে তুরাগ বেড়িবাঁধ এলাকায় এ ঘটনা ঘটে। এদিন সকালে র‍্যাবের গণমাধ্যম শাখা থেকে পাঠানো এক খুদেবার্তায় এ তথ্য জানানো হয়।

ওই বার্তায় বলা হয়, র‍্যাব-১’র সঙ্গে ডাকাতদের গোলাগুলির ঘটনায় শহীদ হোসেন নিহত হন। এ সময় ডাকাতদের গুলিতে র‍্যাবের এক সদস্য আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে ২টি পিস্তল, ২টি ওয়ান শুটার গান, ২১টি কার্তুজ ও ৭টি গুলি উদ্ধার করা হয়েছে।

দুপুরে সংবাদ সম্মেলন করে ঘটনার বিস্তারিত জানাবে র‌্যাব। এছাড়া র‌্যাব সদর দপ্তরের সহকারী পুলিশ সুপার (এএসপি) মিজানুর রহমানও এ তথ্য নিশ্চিত করেছেন।