12:34 AM, 13 November, 2025

দেশি পর্যবেক্ষক দেয়া গর্হিত, বললেন প্রধানমন্ত্রী

sheikh_hasina_10

ঢাকা সিটি নির্বাচনে বাংলাদেশিদের বিদেশি পর্যবেক্ষক হিসেবে নিয়োগ দিয়ে বিদেশি দূতাবাসগুলো গর্হিত কাজ করেছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ১ ফ্রেরুয়ারি, শনিবার সকালে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) ঢাকা সিটি কলেজ কেন্দ্রে ভোট দেয়ার পর সাংবাদিকদের এসব কথা বলেন প্রধানমন্ত্রী।

এদিকে ঢাকার দূতাবাসগুলোতে কর্মরত বাংলাদেশি নাগরিকদের নির্বাচন পর্যবেক্ষণের দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়েছে। আজ ৯টার দিকে ঢাকার বিভিন্ন দূতাবাসের কর্মকর্তারা এই সিদ্ধান্তের কথা জানান।

এক প্রশ্নের জবাবে শেখ হাসিনা বলেন, ‘যারা উদ্বেগ প্রকাশ করছেন, তাদের দেশে ভোট কেমন হয়, এমন কিছু কিছু নমুনা আমাদের জানা আছে। একটা কাজ তারা ঠিক করেনি। তাদের বিভিন্ন দূতাবাসে বাংলাদেশি নাগরিক যারা চাকরি করেন, তাদেরকে তারা বিদেশি পর্যবেক্ষক হিসাবে নিয়োগ দিয়ে অত্যন্ত গর্হিত কাজ করেছে।’

প্রধানমন্ত্রী প্রশ্ন করেন, তারা বিদেশি হয় কি করে? পর্যবেক্ষক হয় কি করে? ওখানে তারা চাকরি করে, তাদেরকে তারা বিদেশি পর্যবেক্ষক হিসেবে পাঠায় কি করে। এটা সঠিক কাজ তারা (বিদেশি দূতাবাস) করেননি।

এ সময় নির্বাচন কমিশনেরও সমালোচনা করেন প্রধানমন্ত্রী বলেন, ‘তারা সঠিক কাজ করেনি। দেশিদের বিদেশি পর্যবেক্ষক হিসেবে নির্বাচন কমিশন কীভাবে গ্রহণ করল? আইনে স্পষ্ট বলা আছে, বিদেশি পর্যবেক্ষক মানে বিদেশি হতে হবে। দেশের নাগরিক, কীভাবে তাদের বিদেশি পর্যবেক্ষক হিসেবে নির্বাচন কমিশন গ্রহণ করেছে তা আমি জানি না। এটা তারা গ্রহণ করে ঠিক করেনি।’

এ বিষয় দূতাবাসের কর্মকর্তারা জানান, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচন শুধু বিদেশি কূটনীতিকেরাই পর্যবেক্ষণ করবেন।

সিটি নির্বাচন পর্যবেক্ষক দলে বাংলাদেশের নাগরিকদের যুক্ত না করতে ঢাকার বিদেশি মিশনগুলোকে পরামর্শ দিয়েছিল বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়। গত বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকার সব বিদেশি মিশনে পাঠানো এক চিঠিতে পররাষ্ট্র মন্ত্রণালয় এই সিদ্ধান্তের কথা জানায়।

জানা গেছে, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইউরোপীয় ইউনিয়ন, কানাডা, অস্ট্রেলিয়া, জাপান, ডেনমার্ক, নেদারল্যান্ডস, সুইজারল্যান্ড ও নরওয়ে এবং এই জোটের ৭৪ জনকে নির্বাচন পর্যবেক্ষক হিসেবে দায়িত্ব পালনের অনুমতি দেয় নির্বাচন কমিশন (ইসি)। এর মধ্যে ৪৬ জন বিদেশি এবং ২৮ জন বাংলাদেশি। কিন্তু পররাষ্ট্র মন্ত্রণালয়ের চিঠি পাওয়ার পর এ নিয়ে দূতাবাসগুলোর মধ্যে সংশয় দেখা দেয়।

প্রসঙ্গত, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের ভোট পর্যবেক্ষণে ১০টি পশ্চিমা দেশের দূতাবাস থেকে নিয়োগ করা ৭৪ জনকে অনুমতি দিয়েছে নির্বাচন কমিশন। এদের মধ্যে ২৮ জন বাংলাদেশি, যারা বিভিন্ন দূতাবাসে চাকরি করেন। এ নিয়ে সরকার ও ক্ষমতাসীন দলের ঘোর আপত্তি।