২০১৯ সালে বিশ্বজুড়ে যত ভয়ঙ্কর হামলা

বিশ্বজুড়ে সন্ত্রাসবাদের বিস্তার ক্রমশ বাড়ছে। এর ব্যতিক্রম হয়নি ২০১৯ সালেও। বিগত বছরগুলোর মতো ২০১৯ সালেও পারস্পরিক বিপরীতমুখী অবস্থানে দাঁড়িয়ে প্রতিশোধ ও পাল্টা প্রতিশোধের রক্তখেলায় মেতে ওঠে সন্ত্রাসবাদী গোষ্ঠীগুলো। অন্যদিকে সন্ত্রাসবাদ নির্মূলের নামে নিজেদের স্বার্থ হাসিলের লক্ষ্যে সশস্ত্র অভিযান পরিচালনা করেছে কয়েকটি দেশ।
আর মাত্র দুদিন পরেই বিদায় নিতে যাচ্ছে ২০১৯ সাল। অতীতের মতো এ বছরটিও সাক্ষী হয়েছে অসংখ্য হামলার। সন্ত্রাসী গোষ্ঠীগুলো যেমন হামলা চালিয়েছে, তেমনি সন্ত্রাসবাদ নির্মূলের নামেও অনেক হামলা হয়েছে। আর এতে ঝরেছে সামরিক-বেসামরিক অগণিত মানুষের প্রাণ। এর মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি হামলার কথা তুলে ধরা হলো।
পুলওয়ামায় ভারতীয় সেনাবাহিনীর গাড়ি বহরে হামলা
এ বছরের ১৪ ফেব্রুয়ারি জম্মু-কাশ্মীরের পুলওয়ামায় ভারতীয় সেনাদের গাড়ি বহরে হামলা চালায় সন্ত্রাসীরা। এতে নিহত হন ৪৪ জন ভারতীয় জওয়ান। এছাড়া গুরুতর আহত হন আরও ৩০ জন। ওই দিন বিকালে পুলওয়ামা জেলার শ্রীনগর-অনন্তনাগ হাইওয়ের ওপর দিয়ে জম্মু থেকে শ্রীনগরের দিকে যাচ্ছিল ভারতীয় সেনাদের গাড়ি বহর। পথে বিস্ফোরক বোঝাই একটি গাড়ি নিয়ে সন্ত্রাসীরা ওই বহরে হামলা চালায়। এ সময় তীব্র বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের পর ভারতীয় জওয়ানদের লক্ষ্য করে গুলিও চালায় সন্ত্রাসীরা।
পুলওয়ামায় সন্ত্রাসীদের হামলায় বিধ্বস্ত ভারতীয় সেনাদের গাড়ি
নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে হামলা
গত ১৫ মার্চ শুক্রবার নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে জুমার নামাজের সময় দুটি মসজিদে হামলা চালায় একজন বন্দুকধারী। অতর্কিত ওই হামলায় বিভিন্ন দেশের নারী, পুরুষ ও শিশুসহ ৫০ জন নিহত হন। এছাড়া আহত হন ৪৮ জন। এটি নিউজিল্যান্ডের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ সন্ত্রাসী হামলা। ১৬ মার্চ হামলাকারী ব্রেন্ডন ট্যারান্টকে গ্রেফতার করে পুলিশ। সে একজন অস্ট্রেলিয়ান নাগরিক। ওই হামলার অন্যতম আলোচিত বিষয়- গুলিবর্ষণের মুহূর্তের দৃশ্য ফেসবুক লাইভ ব্যবহার করে সরাসরি দেখিয়েছে হামলাকারী। এ ঘটনার সপ্তাহখানেক পর নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জাসিন্ডা আর্ডান অস্ত্র আইনে পরিবর্তন আনার ঘোষণা দেন।
শ্রীলঙ্কার কলম্বোতে হামলা
এ বছরের ২১ এপ্রিল ইস্টার সানডে উদযাপনের সময় শ্রীলঙ্কার বাণিজ্যিক রাজধানী কলম্বোসহ কয়েকটি শহরের তিনটি গির্জা, চারটি হোটেল ও একটি চিড়িয়াখানায় সিরিজ বোমা হামলা চালায় সন্ত্রাসীরা। ভয়াবহ ওই হামলায় নিহত হন আড়াইশর বেশি মানুষ। এছাড়া চার শতাধিক ব্যক্তি আহত হন। নিহতদের মধ্যে বিভিন্ন দেশের নাগরিক রয়েছেন। ভয়াবহ এ হামলার তিন দিন পরেই হামলাকারীদের ছবি প্রকাশ করে এর সম্পূর্ণ দায় স্বীকার করে মধ্যপ্রাচ্যভিত্তিক সশস্ত্র জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস)। ২০০৯ সালে গৃহযুদ্ধের অবসানের পর এটি শ্রীলঙ্কায় সবচেয়ে বড় সন্ত্রাসী হামলা।
শ্রীলঙ্কার কলম্বোতে গীর্জায় হামলা চালায় সন্ত্রাসীরা
নাইজেরিয়ায় আইএসের হামলা
২০১৯ সালের ৩ মে আফ্রিকার দেশ নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলের বর্নো প্রদেশের ম্যাগুমারী শহরে নিরাপত্তা বাহিনীর সদস্যদের ওপর হামলা চালায় সশস্ত্র জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস)। এতে প্রাণ হারান ১০ জন সেনাসদস্য।
লিবিয়ায় সেনা প্রশিক্ষণ কেন্দ্রে হামলা
এ বছরের ৪ মে লিবিয়ার সাবাহ শহরে একটি সেনা প্রশিক্ষণ কেন্দ্রকে লক্ষ্য করে হামলা চালায় সন্ত্রাসীরা। ওই হামলায় নিহত হন ৯ জন সেনাসদস্য। তবে দীর্ঘদিনের তদন্তের পরেও হামলাকারীদের শনাক্ত করতে পারেননি গোয়েন্দারা।
ব্রাজিলে সন্ত্রাসী হামলা
ব্রাজিলের উত্তরাঞ্চলীয় পারানা রাজ্যের বেলেম শহরের একটি বারে গত ১৯ মে হামলা চালায় কয়েকজন বন্দুকধারী। এতে ৬ নারীসহ ১১ জন প্রাণ হারান। এছাড়া গুরুতর আহত হন আরও অনেকে। ভয়াবহ ওই বন্দুক হামলাকে ‘গণহত্যা’ বলে আখ্যা দেয় ব্রাজিল সরকার।
মালিতে সন্ত্রাসী হামলা
আফ্রিকার দেশ মালির সাংগা শহরের নিকটবর্তী সোবালে কোও গ্রামে গত ১০ জুন ডোগন নামের ক্ষুদ্র নৃগোষ্ঠীর ওপর সন্ত্রাসীরা হামলা চালায়। এতে শতাধিক মানুষের প্রাণহানি ঘটে। ওই হামলায় প্রাণে বেঁচেছেন গ্রামটির কেবল ৫০ জন মানুষ।
আফগানিস্তানে জুমার নামাজ চলাকালে মসজিদে হামলা
গত ১৮ অক্টোবর আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় প্রদেশ নানগারহারে জুমার নামাজ চলাকালে মসজিদে দুটি বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই নিহত হন ৬২ জন মুসল্লি। পরবর্তীকালে জানা যায়, মসজিদটির ভেতরে আগে থেকেই বিস্ফোরক পুঁতে রাখা হয়েছিল। পূর্ব পরিকল্পনা অনুযায়ী, যখন মুসল্লিরা সবাই নামাজ আদায় করছিলেন তখন বিস্ফোরকগুলোর বিস্ফোরণ ঘটায় সন্ত্রাসীরা।
আফগানিস্তানে বিমান হামলা
যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানের কান্দাহার ও ফারিয়াব প্রদেশে এ বছরের ২৬ অক্টোবর সরকারি বিমান বাহিনীর হামলায় সশস্ত্র গোষ্ঠী তালিবানের ৮০ সদস্য নিহত হয়। এছাড়া আহত হয় সংগঠনটির আরও শতাধিক সদস্য। এই হামলা চালানোর ক্ষেত্রে আফগান সেনাদের সহায়তা করে মার্কিন বাহিনী।
আফগানিস্তানে তালিবানদের ওপর বিমান হামলা চালায় সরকারি বাহিনী
লন্ডন ব্রিজে হামলা
গত ২৯ অক্টোবর যুক্তরাজ্যের লন্ডন ব্রিজে এক ব্যক্তির ছুরিকাঘাতে দুইজন নিহত হন। আর পুলিশের গুলিতে প্রাণ হারায় হামলাকারী। পরবর্তীতে জানা যায়, হামলাকারী ওই ব্যক্তি একজন পাকিস্তানি বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক। তার নাম ওসমান খান। বয়স ২৮ বছর।
সোমালিয়ায় গাড়ি বোমা হামলা
আফ্রিকার দেশ সোমালিয়ার রাজধানীর মোগাদিসুতে গত শনিবার (২৮ ডিসেম্বর) গাড়ি বোমা বিস্ফোরণে অন্তত ৯০ জন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও অনেকে। এ গাড়িবোমা বিস্ফোরণের ঘটনা ঘটে নিরাপত্তাবাহিনীর একটি তল্লাশিচৌকির পাশে। বোমা হামলার জন্য ব্যবহৃত ওই গাড়িটি বিস্ফোরক বোঝাই ছিল। ব্যস্ত ওই মোড়টিতে অবস্থিত শুল্ক গ্রহণ বুথ লক্ষ্য করে হামলাটি চালানো হয়। মূলত যেসব গাড়ি শহরে প্রবেশ করে কিংবা বের হয় সেসব গাড়ির চালকরা ওই জায়গায় দাঁড়িয়ে শুল্ক পরিশোধ করেন। সে সুযোগই কাজে লাগায় হামলাকারীরা।
বছরের শেষদিকে এসে সোমালিয়ায় গাড়ি বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে
এছাড়া সিরিয়া, ফিলিস্তিন, লিবিয়া ও ইয়েমেনে পুরো বছরই কয়েকদিন পর পর হামলা চালিয়েছে বিরোধীরা। যাতে ঝরেছে অগণিত মানুষের প্রাণ।
সূত্র- বিবিসি, আল-জাজিরা, রয়টার্স, ডয়চে ভেলে, ডন, পার্সটুডে।
