কেরানীগঞ্জে আগুন : নিহত বেড়ে ১১

ঢাকার কেরানীগঞ্জের প্লাস্টিক কারখানায় অগ্নিকাণ্ডে নিহতের সংখ্যায় যোগ হলো আরো তিন জন। এখন পর্যন্ত নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ১২ জনে। ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতালের (ঢামেক) বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় আজ ১২ ডিসেম্বর, বৃহস্পতিবার দুপুর সাড়ে ১১টা পর্যন্ত সময়ের মধ্যে তাদের মৃত্যু হয়।
গতকাল ১১ ডিসেম্বর, বুধবার বিকাল সাড়ে ৪টার দিকে কেরানীগঞ্জের চুনকোটিয়া হিজলতলা এলাকার ‘প্রাইম অনটাইম প্লাস্টিক’ নামের ওই কারখানায় আগুন লাগে। গ্যাস রুম থেকে হঠাৎই ছড়িয়ে পড়ে এই আগুন।
ভয়াবহ এই অগ্নিকাণ্ডে দগ্ধ হন ৩৪ জন। স্থানীয়রা তাদের আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে ঢামেকে নিয়ে যায়। ঘটনাস্থলেই অগ্নিদগ্ধ হয়ে একজন মারা যান। তার নাম জাকির হোসেন, বয়স ২২ বছর।
হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাতে ও সকালে মারা যান ওই কারখানার কর্মী খালেক, সালাউদ্দিন, ইমরান, বাবলু, রায়হান, সুজন, জিনারুল, আলম, জাহাঙ্গীর ও ফয়সাল।
ঢামেক বার্ন ইউনিটের আবাসিক সার্জন (আরএস) ডা. আরিফুল ইসলাম নবীন বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের মহাপরিচালক (ডিজি) ব্রিগেডিয়ার জেনারেল সাজ্জাদ হোসাইন বলেন, ‘কিভাবে সেখানে আগুনের সূত্রপাত হয়েছিল, তা এখনও স্পষ্ট নয়। অগ্নিকাণ্ডের কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণে একটি কমিটি গঠন করা হবে।’
তবে প্লাস্টিক গলানোর বয়লার মেশিন বিস্ফোরিত হয়ে আগুন সূত্রপাত হতে পারে বলে প্রাথমিক ধারণার কথা জানিয়েছেন ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক কাজী নাজমুজ্জামান।
প্রসঙ্গত, ২০১৬ সালের ২৮ নভেম্বর কেরানীগঞ্জের ওই কারখানাটিতে প্রথমবার আগুন লাগে। এরপর এ বছরের ২৫ এপ্রিল আবারো দ্বিতীয় দফায় অগ্নিকাণ্ড ঘটে এই কারখানায়।
দুইটি অগ্নিকাণ্ডে কারখানার ব্যাপক ক্ষয়ক্ষতি হলেও তাতে কোনো প্রাণহানি হয়নি। সর্বশেষ গতকালকের অগ্নিকাণ্ডে এখনো পর্যন্ত ৯ জন প্রাণ হারিয়েছেন।
