9:42 AM, 13 November, 2025

বৃষ্টি চলবে আরো দুদিন

bulbul_4

উপকূল অতিক্রম করার পর ঘূর্ণিঝড় বুলবুল একেবারে দুর্বল হয়ে গেছে। তবে আরো দুদিন থেমে থেমে বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

১০ নভেম্বর, রবিবার সকালে রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত আবহাওয়া অধিদপ্তরের পরিচালক শামসুদ্দিন আহমেদ এ তথ্য জানান।

শামসুদ্দিন আহমেদ জানান, প্রবল ঘূর্ণিঝড় ‘বুলবুল’ একেবারে দুর্বল হয়ে গেছে। তবে এর রেশ থাকবে আরো দুদিন। এতে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে আগামী দুদিন থেমে থেমে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।

তবে বাংলাদেশের কোথাও আর মহাবিপদ সংকেত নেই বলে জানান আবহাওয়া অধিদপ্তরের পরিচালক।

এর আগে সকালে আবহাওয়াবিদ আব্দুল মান্নান বলেছিলেন, ‘রংপুর অঞ্চল ছাড়া সারা দেশেই বৃষ্টি হতে পারে। তবে দেশের মধ্যভাগে বৃষ্টির পরিমাণ বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে। রাজধানীতে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বৃষ্টিপাত আরো বাড়বে। সেইসঙ্গে কিছুটা বাতাসও থাকবে।’

ঘূর্ণিঝড় বুলবুলের তাণ্ডবে সরকারি হিসাবে ২ জনের মৃত্যুর কথা বলা হলেও, প্রতিনিধিদের পাঠানো সংবাদ ও সংবাদমাধ্যমের খবর অনুযায়ী এপর্যন্ত ৫ জেলায় ৬ জন মারা যাওয়ার খবর পাওয়া গেছে।

এ ছাড়া ঝড়ে চার থেকে পাঁচ হাজার ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী।