রাজধানীর রূপনগরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। বুধবার বেলা ৩টা ৪৫ মিনিটে রূপনগরের ১১ নম্বর রোডে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ব্যাপক হতাহতের আশঙ্কা করা হচ্ছে। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম পরিচয় পাওয়া যায়নি।
রূপনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ফায়ার সার্ভিসের দুটি ইউনিট পাঠানো হয়েছে।
জানা গেছে, এটি বাসা-বাড়িতে ব্যবহারের সিলিন্ডার নয়। বেলুন ফোলানোর জন্য যে গ্যাস ব্যবহার করা হয়, সেই গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়েছে।
সম্পাদক: শামীম আহমেদ, নির্বাহী সম্পাদক: এস এম মিজানুর রহমান মামুন, প্রকাশক: রাজন আকন্দ
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | দেশেরবার্তা টুয়েন্টিফোর ডটকম