নোমান মাহফুজ, গোলাপগঞ্জ :
ছবি তুলতে গিয়ে গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির সহ-সাধারণ সম্পাদক, দৈনিক আজকালের খবর পত্রিকার উপজেলা প্রতিনিধি ফখরুল ইসলাম শাকিল পুলিশের হাতে লাঞ্ছিত হওয়ার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সংগঠনের নেতৃবৃন্দ।
জানা যায়, ২৪ সেপ্টেম্বর জেলা বিএনপির সমাবেশ সফলের লক্ষে রোববার সন্ধ্যায় উপজেলার ঢাকাদক্ষিণ বাজারে লিফলেট বিতরণ করছিলেন বিএনপি নেতাকর্মীরা । এসময় ছবি তুলতে গিয়ে পুলিশের হাতে লাঞ্ছিত হয়েছেন গোলাপগঞ্জ অনলাইন প্রেসক্লাবের সহ-সাধারণ সম্পাদক, দৈনিক আজকের খবরের উপজেলা প্রতিনিধি ফখরুল ইসলাম শাকিল।
সংগঠনের সভাপতি দৈনিক আমাদের সময়ের গোলাপগঞ্জ প্রতিনিধি মাহবুবুর রহমান চৌধুরী ও সাধারণ সম্পাদক দৈনিক আজকের পত্রিকার গোলাপগঞ্জ প্রতিনিধি নোমান মাহফুজ এক বিবৃতিতে নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে পুলিশ কতৃক সাংবাদিককে লাঞ্ছিত করার ঘটনা অত্যন্ত দুঃখজনক। আমরা আশা করবো আগামীতে পেশাগত দায়িত্ব পালনে পুলিশ আচরণের ক্ষেত্রে সহায়ক ভুমিকা পালন করবে।
বিবৃতিদাতা অন্যান্যরা হলেন সিনিয়র সহ সভাপতি খন্দকার বদরুল আলম, সহ সভাপতি আব্দুল মুমিত রনি, সহ সাধারণ সম্পাদক ফখরুল ইসলাম শাকিল, কোষাধ্যক্ষ জাবেদ মাহবুব, সাংগঠনিক সম্পাদক শাহ আলম, প্রচার সম্পাদক অলিউর রহমান তামিম, দপ্তর সম্পাদক আব্দুল আজিজ বাবর, নির্বাহী সদস্য জাকারিয়া মোহাম্মদ, ডিএইচ মান্না, আফছর আহমদ।
সম্পাদক: শামীম আহমেদ, নির্বাহী সম্পাদক: এস এম মিজানুর রহমান মামুন, প্রকাশক: রাজন আকন্দ
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | দেশেরবার্তা টুয়েন্টিফোর ডটকম