বহুল আলোচিত সাংবাদিক সাগর-রুনির হত্যায় দু'জন অপরিচিত পুরুষ জড়িত ছিলেন। আদালতে জমা দেয়া র্যাবের তদন্ত প্রতিবেদনে এমন তথ্য জানানো হয়। ২ মার্চ, সোমবার বিকেলে এই হত্যা মামলার অগ্রগতি প্রতিবেদন হাইকোর্টে জমা দেয় র্যাব।
ওই প্রতিবেদনে বলা হয়, সাগর-রুনির হত্যাকাণ্ডে দু'জন অপরিচিত পুরুষ জড়িত ছিলেন। নিহত সাগর ও রুনির ব্যবহৃত কাপড়ে তাদের ডিএনএ শনাক্ত করা হয়েছে। এ মামলায় কারাগারে থাকা আসামি তানভীরের আচরণ রহস্যজনক বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়।
এর আগে গত ১৪ নভেম্বর হাইকোর্টের একটি বেঞ্চ এই হত্যা মামলায় সর্বশেষ তদন্ত প্রতিবেদন জমা দেয়ার জন্য র্যাবকে নির্দেশ দেন। এর প্রেক্ষিতেই র্যাব সোমবার মামলার অগ্রগতি প্রতিবেদন আদালতের কাছে জমা দেয়।
আগামী ৫ মার্চ, বুধবার হাইকোর্টের সংশ্লিষ্ট বেঞ্চে মামলাটির শুনানির জন্য দিন ধার্য করা হয়েছে।
সম্পাদক: শামীম আহমেদ, নির্বাহী সম্পাদক: এস এম মিজানুর রহমান মামুন, প্রকাশক: রাজন আকন্দ
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | দেশেরবার্তা টুয়েন্টিফোর ডটকম